ড্রেপড গাউনে নজরকাড়া তামান্না

প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২৯ জুলাই ২০২৫ আপডেট: ০৪:৩২ পিএম, ২৯ জুলাই ২০২৫

ফ্যাশনের আলো ঝলমলে মঞ্চে যখন প্রতিটি উপস্থিতিই সাজানো হয় নিখুঁত পরিকল্পনায়, তখন কেউ কেউ শুধু পোশাক নয়, নিজের আভিজাত্যেই হয়ে ওঠেন আয়োজনের হৃদয়। ঠিক যেমন মনীশ মালহোত্রার কতুর পার্টির সন্ধ্যায় তামান্না ভাটিয়া। সোনালি-হলুদ ড্রেপড গাউনের প্রতিটি ভাঁজে, নেকলাইনের সূক্ষ্ম কারুকাজে এবং আত্মবিশ্বাসী উপস্থিতিতে তিনি যেন পরিণত হলেন এক চলমান শিল্পকর্মে। গ্ল্যামার কুইন উপাধিটি তার নামের পাশে নতুন করে আর উচ্চারণ করার প্রয়োজনই যেন পড়ে না; সেই রাত, সেই গাউন, আর সেই চাহনিই ছিল যথেষ্ট। ছবি: ইনস্টাগ্রাম থেকে