ড্রেপড গাউনে নজরকাড়া তামান্না
ফ্যাশনের আলো ঝলমলে মঞ্চে যখন প্রতিটি উপস্থিতিই সাজানো হয় নিখুঁত পরিকল্পনায়, তখন কেউ কেউ শুধু পোশাক নয়, নিজের আভিজাত্যেই হয়ে ওঠেন আয়োজনের হৃদয়। ঠিক যেমন মনীশ মালহোত্রার কতুর পার্টির সন্ধ্যায় তামান্না ভাটিয়া। সোনালি-হলুদ ড্রেপড গাউনের প্রতিটি ভাঁজে, নেকলাইনের সূক্ষ্ম কারুকাজে এবং আত্মবিশ্বাসী উপস্থিতিতে তিনি যেন পরিণত হলেন এক চলমান শিল্পকর্মে। গ্ল্যামার কুইন উপাধিটি তার নামের পাশে নতুন করে আর উচ্চারণ করার প্রয়োজনই যেন পড়ে না; সেই রাত, সেই গাউন, আর সেই চাহনিই ছিল যথেষ্ট। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
২৩ জুলাই দিল্লির তাজ প্যালেস হোটেলে পর্দা ওঠে ভারতের অন্যতম মর্যাদাসম্পন্ন ফ্যাশন ইভেন্ট ‘ইন্ডিয়া কতুর উইক’ এর ১৮তম আসর। এ বছর বিশেষ গুরুত্ব পেয়েছে পরিবেশবান্ধব ফ্যাশন ও লোকশিল্পভিত্তিক সূচিকর্ম। এই প্ল্যাটফর্মেই মনীশ উন্মোচন করেন তার অভিনব ও নান্দনিক ‘ইনায়া’ কালেকশন, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব সমন্বয় উঠে এসেছে প্রতিটি ডিজাইনে।
-
তামান্না যেটি পরেছিলেন, সেটি ছিল অফ-শোল্ডার ডিজাইনের এক মনোহর সোনালি-হলুদ গাউন। ফ্লুইড ড্রেপিং, গভীর হার্ট-শেপড নেকলাইন, কোমরে নিখুঁত ফিটিং আর এক পাশ থেকে উঠে যাওয়া থাই-হাই স্লিট, সব মিলিয়ে গাউনটির প্রতিটি খুঁটিনাটি ডিজাইন যেন ফ্যাশন ও সৌন্দর্যের নিখুঁত সংজ্ঞা হয়ে উঠেছে।
-
নেকলাইনের রূপালি এমবেলিশমেন্ট একে আরও উজ্জ্বল করে তুলেছে, যেন চোখ ফেরানো দায়।
-
তার মেকআপ ছিল মিনিমাল অথচ প্রাণবন্ত। ওয়ার্ম টোনের ন্যাচারাল গ্ল্যাম লুকটি নিখুঁতভাবে মানিয়ে গেছে তার ত্বকের আভা এবং পোশাকের উজ্জ্বলতার সঙ্গে। চুল ছেড়ে রাখা, হালকা ওয়েভি টেক্সচারে যেন সম্পূর্ণ লুকটি হয়ে উঠেছে স্বপ্নিল ও স্বতঃস্ফূর্ত।
-
গয়নার ক্ষেত্রে তামান্নার ছিল আত্মবিশ্বাসী সংযম। শুধু একজোড়া স্টেটমেন্ট দুলেই নিজেকে প্রকাশ করেছেন পূর্ণমাত্রায়। কোনো বাড়াবাড়ি নয়, বরং সূক্ষ্মতার মধ্য দিয়েই ফুটিয়ে তুলেছেন নিজের আভিজাত্য।
-
এই সন্ধ্যায় তামান্না যেন কেবল আরেকজন অতিথি নন, বরং ছিলেন রূপকথার সেই রাজকুমারী; যার আত্মপ্রকাশ মানেই আলোয় ঢাকা এক রাজসিক আবহ। সৌন্দর্য, ফ্যাশন আর ব্যতিক্রমী স্টাইল স্টেটমেন্টে তিনি ছুঁয়ে গেছেন পার্টির প্রতিটি মুহূর্তকে।