নবাবি আভিজাত্যে বুনো কল্পনার ফিউশন, সারার নজরকাড়া র্যাম্পলুক
অর্ধেক বাস্তবতা, বাকিটা যেন রূপকথার এক কল্পলোক। এমনই স্বপ্নময় থিম নিয়ে ইন্ডিয়া কতুর উইকে আত্মপ্রকাশ করলেন ডিজাইনার আয়শা রাও। আর তার সৃষ্টিশীল যাত্রায় শো স্টপার হয়ে র্যাম্প মাতালেন নবাব ঘরানার কন্যা সারা আলী খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
সপ্তাহব্যাপী আয়োজনে নজরকাড়া অনেক ডিজাইনারের ভিড়ে নতুন হলেও আয়শা রাও নজর কাড়তে পেরেছেন তার ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ কালেকশনের জন্য।
-
ঐতিহ্যবাহী বিয়ের পোশাকে আধুনিক কারুকাজ ও কল্পনার ছোঁয়া দিয়ে তৈরি করেছেন এক অভিনব ধারা, যার প্রাণ হয়ে উঠেছেন সারা আলী খান।
-
র্যাম্পে সারার পদার্পণ মানেই এক অনন্য অভিজাততা। তার পরনে থাকা লেহেঙ্গা ছিল ট্র্যাডিশনাল, কিন্তু তাতে যুক্ত হয়েছে প্রকৃতি অনুপ্রাণিত মোটিফ-যেন জঙ্গল ঘেরা এক রূপকথার রাণী। ফুল, পাতার নিপুণ সূচিকর্ম, পোশাকের বুনোটে ঘেরা এক বুনো সৌন্দর্য; সব মিলিয়ে ছিল এক চিত্রনাট্য, যেখানে সারা হলেন কেন্দ্রীয় চরিত্র।
-
‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ কালেকশনকে আয়শা নিজেই বর্ণনা করেছেন ‘রাফিনেস ও ফ্যান্টাসির মিশ্রণ’ হিসেবে। এখানে কোনো একটি নির্দিষ্ট রঙের দাপট নেই। বরং প্রতিটি সেলাই, প্রতিটি ডিজাইনে রয়েছে সূক্ষ্মতার ছাপ। কোথাও কোনো কিছুর বাড়াবাড়ি নেই, তবু মন ভরিয়ে দেয় প্রতিটি ডিটেইল।
-
সারার অফ দ্য শোল্ডার ব্লাউজটি ছিল মোহময়, সঙ্গে গলায় কোনো গয়না না রেখে শুধু হাতে আর কানে হালকা অলঙ্কারই তার লুককে করেছে আরো মাধুর্যময়। মিনিমাল মেকআপে উঠে এসেছে স্বাভাবিক সৌন্দর্য।
-
এই শো স্টপার লুক যেন বাস্তবের বুকে কল্পনার ফুল ফোটানো। সারার উপস্থিতিতে জীবন্ত হয়ে উঠেছে আয়শার থিম, ‘অর্ধেক বাস্তবতা, অর্ধেক কল্পনার গল্প’। আর সেই গল্পের প্রতিটি পাতায় সারা ছিলেন অনন্য, স্নিগ্ধ ও অসাধারণ।