মায়ের সৌন্দর্য, বাবার আভিজাত্য-এক র‍্যাম্পে দুই প্রজন্মের ছায়া

প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৩ আগস্ট ২০২৫ আপডেট: ০৩:৩৭ পিএম, ০৩ আগস্ট ২০২৫

ভারতের ফ্যাশন অঙ্গনের বহুল প্রতীক্ষিত আয়োজন ‘ইন্ডিয়া কতুর উইক ২০২৫’ শেষ হলো ৩০ জুলাই, এক বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালের মাধ্যমে। এই ফ্যাশন সপ্তাহের শেষ সন্ধ্যা হয়ে উঠেছিল এক রাজসিক কাব্যের মতো-যার নির্মাতা ভারতের প্রখ্যাত ডিজাইনার জেজে ভালায়া। চিরাচরিত রাজকীয় স্টাইল আর আধুনিক কায়দার এক অপূর্ব মিশেলে তার নকশা যেন চোখে স্বপ্ন আঁকল। তবে এই স্বপ্নের সবচেয়ে উজ্জ্বল অংশ ছিল শো স্টপার জুটি রাভিনা ট্যান্ডনের কন্যা রাশা থাডানি ও সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে