মায়ের সৌন্দর্য, বাবার আভিজাত্য-এক র্যাম্পে দুই প্রজন্মের ছায়া
ভারতের ফ্যাশন অঙ্গনের বহুল প্রতীক্ষিত আয়োজন ‘ইন্ডিয়া কতুর উইক ২০২৫’ শেষ হলো ৩০ জুলাই, এক বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালের মাধ্যমে। এই ফ্যাশন সপ্তাহের শেষ সন্ধ্যা হয়ে উঠেছিল এক রাজসিক কাব্যের মতো-যার নির্মাতা ভারতের প্রখ্যাত ডিজাইনার জেজে ভালায়া। চিরাচরিত রাজকীয় স্টাইল আর আধুনিক কায়দার এক অপূর্ব মিশেলে তার নকশা যেন চোখে স্বপ্ন আঁকল। তবে এই স্বপ্নের সবচেয়ে উজ্জ্বল অংশ ছিল শো স্টপার জুটি রাভিনা ট্যান্ডনের কন্যা রাশা থাডানি ও সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
র্যাম্পে যখন একসঙ্গে হাজির হলেন রাশা ও ইব্রাহিম, মনে হলো যেন সময় এক ফ্রেমে বন্দি করেছে রাভিনা-সাইফের যৌবনের ছায়া।
-
রাশার চেহারায় ফুটে উঠছিল মায়ের সেই তীক্ষ্ণ সৌন্দর্য আর অভিজাত অভিব্যক্তি। তিনি পরেছিলেন কপার জরির ভারী কাজ করা কালো লেহেঙ্গা, যার বোটনেক টপে লাল ঝুলন্ত পাথরের বর্ডার ছিল নজরকাড়া।
-
লেহেঙ্গার স্কার্ট ও ওড়নার বর্ডারে ছিল একই ধরনের সূক্ষ্ম মিনাকারি কাজ, যা রাশার খোলা চুলের সঙ্গে মিলে তৈরি করছিল অনন্য এক আভিজাত্য।
-
অন্যদিকে, ইব্রাহিম যেন হুবহু সাইফ আলী খানের তরুণ প্রতিচ্ছবি। তার পরনে ছিল ঘন কালো রঙের সূক্ষ্ম কারুকাজে মোড়া শেরওয়ানি, যার ওপরের পাইপিং আর নকশায় ছিল রাজকীয় ছাপ। ভেতরে পরেছিলেন আফগান প্রভাবযুক্ত সুরমা রঙের সিল্ক কুর্তা-পাজামা। সঙ্গে ছিল কালো ক্লাসিক জুতা।
-
ইব্রাহিমের লুকে মিশে ছিল অভিজাত রুচি আর চলচ্চিত্রীয় মাধুর্য-যা চোখ সরিয়ে নেওয়া কঠিন করে তুলেছিল।
-
পুরো শো জুড়ে এই তরুণ জুটির স্টাইল, আত্মবিশ্বাস আর চার্ম যেন মঞ্চকেই এক উপাখ্যানে রূপ দিয়েছিল।
-
আর দর্শক-সমালোচকের চোখে, এদিন ইন্ডিয়া কৌতুর উইকের শেষ সন্ধ্যাটি হয়ে থাকল ‘ছোট রাভিনা ও ছোট সাইফের রূপে সাজানো এক দুর্লভ সন্ধ্যা’।