গুচির হোয়াইট সোয়ান লুকে অনন্য আলিয়া
সাদার সরলতাকে এতটা সাহসী আর মার্জিতভাবে ধারণ করা যায়-তা আলিয়া ভাটের নতুন লুক না দেখলে বিশ্বাস করা মুশকিল। শ্বেতশুভ্র রূপে যেন তিনি এক স্বর্গীয় মরালীর মতোই দীপ্ত। মসৃণ গ্রীবা, আত্মবিশ্বাসী ভঙ্গি আর ভরপুর গ্রেসে তিনি যেন এক সম্পূর্ণ শিল্পকর্ম। ছবি: আলিয়ার ইনস্টাগ্রাম থেকে
-
গুচির বেল্টেড সাদা পোশাকে আলিয়া হাজির হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজের প্রিমিয়ারে। মিনিমালিজম আর আভিজাত্যের মেলবন্ধন তৈরি করেছে তার এই পোশাক।
-
তবে সবচেয়ে নজরকাড়া দিক নিঃসন্দেহে সাইড কাট ডিজাইন, যা তার টোনড ফিগারকে আরও উজ্জ্বল করে তুলেছে। খোলা চুলে আলিয়ার উপস্থিতি আরও মোহনীয়।
-
ন্যুড লিপস, ক্রিমি ফিনিশের প্রাকৃতিক মেকআপে কোথাও বাড়তি আড়ম্বর নেই। তবুও সাদামাটা হুপস আর হাতের প্রশস্ত ব্রেসলেট তার লুককে দিয়েছে ভিন্ন মাত্রা।
-
গুচির মিলিয়ে নেওয়া ব্যাগটি পুরো স্টাইলিংয়ে যোগ করেছে বাড়তি শৈল্পিকতা।
-
স্প্যাগেটি স্ট্র্যাপের এই পোশাকে আলিয়ার আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজে ছিল না কোনো সংকোচ। তার উজ্জ্বল, সুস্থ ত্বক যেন নিজের মতো করে এক বিশেষ আবেদন ছড়িয়েছে। আর এ সবকিছুর পেছনে স্টাইলিস্ট রিয়া কাপুরের নিখুঁত কাজটিই সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে।
-
মরালীর সৌন্দর্য, বোল্ড ফ্যাশন আর অনাবিল গ্রেসের নিখুঁত মিশেলে আলিয়ার এই হোয়াইট সোয়ান লুক নিঃসন্দেহে দীর্ঘদিন মনে থাকবে ফ্যাশন অনুরাগীদের।