শাড়ি থেকে শার্ট, সবেতেই উষ্ণতা ছড়াতে দক্ষ স্বস্তিকা

প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ আপডেট: ১১:৩০ এএম, ২৯ অক্টোবর ২০২৫

টালিউডের সৌন্দর্যের এক আলাদা ধারা বহন করছেন স্বস্তিকা দত্ত। টেলিভিশন হোক বা সোশ্যাল মিডিয়া, তার উপস্থিতি সবসময়ই দৃষ্টি আকর্ষণ করে। মুখমণ্ডলীর কোমল ভাব এবং নজরকাড়া ফিগারের কারণে যে কোনো পোশাকে যেন তিনি স্বাভাবিকভাবেই ঝলমল করেন। ব্লাউজ হোক, করসেট বা সাধারণ শার্ট-সবকিছুকে নিজের স্টাইলে নতুন করে গড়ে তুলতে জানেন স্বস্তিকা। চলুন দেখা যাক তার চারটি নতুন লুক, যা একেবারে নজরকাড়া। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে