দুবাইয়ে নোরা ফাতেহির বিয়ের ফ্যাশন ঝলক
দুবাইয়ের আকাশছোঁয়া স্কাইলাইন আরও ঝলমলে হয়ে ওঠে, যখন বলিউড সেনসেশন নোরা ফাতেহি মঞ্চে হাঁটলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার নতুন ব্রাইডাল কালেকশনের শোস্টপার হয়ে। ছবি: নোরার ইনস্টাগ্রাম থেকে
-
গাঢ় গারনেট ভেলভেটের ওপর সোনালি-রুপালি জরির কারুকাজে তৈরি লেহেঙ্গা নোরাকে এনে দিল রাজকীয় আভিজাত্যের রূপ।
-
পোশাকটির নাম দেওয়া হয়েছে ‘ইনায়া ব্রাইডাল গারনেট লেহেঙ্গা’।
-
ভেলভেট কাপড়ে জারদৌজি, সিকুইন, মুক্তো আর রেশমি সুতা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছিল ফুল, লতা ও নানা শৈল্পিক নকশা। প্রশস্ত নিচের বর্ডারে ঘন অলংকরণ পুরো সাজে যুক্ত করেছে শোভা, আর জ্যামিতিক নকশার ব্লাউজের সঙ্গে হালকা মেরুন দোপাট্টা দিয়েছে শৈল্পিক ভারসাম্য।
-
নোরার লুক সম্পূর্ণ হয় মনীশ মালহোত্রার ব্রাইডাল জুয়েলারিতে।
-
পান্না ও হিরার সংমিশ্রণে তৈরি চোকার, টিকলি, দুল আর হাত ফুলে ব্যবহৃত হয়েছে ২০০ ক্যারেটেরও বেশি রত্ন। গাঢ় ভেলভেট লেহেঙ্গার সঙ্গে সবুজ পান্নার ঝলক এনে দেয় এক অনন্য কনট্রাস্ট।
-
তবে এই ফ্যাশন শো শুধু পোশাকের প্রদর্শনী ছিল না, বরং ছিল সংস্কৃতি ও বৈশ্বিক ঐতিহ্যের এক মেলবন্ধন।
-
বিলাসিতা আর বহুজাতিকতার শহর দুবাই থেকে ভারতীয় কুটুর পৌঁছে গেল আন্তর্জাতিক দর্শকের কাছে নতুনভাবে।
-
মনীশ মালহোত্রার নকশা আর নোরা ফাতেহির তারকাখ্যাতি মিলে তৈরি হলো এক অবিস্মরণীয় মুহূর্ত।
-
ফ্যাশনের বাইরেও নোরা ফাতেহি এখন নিজেকে গড়ে তুলছেন বহুমাত্রিক শিল্পী হিসেবে। খুব শিগগিরই তিনি আনতে যাচ্ছেন নিজের নতুন আন্তর্জাতিক সিঙ্গেল ‘জাস্ট এ গার্ল’, যেখানে তার সঙ্গে রয়েছেন জ্যামাইকান-আমেরিকান তারকা শেনসিয়া। এভাবেই নোরা প্রমাণ করছেন তিনি শুধু রানওয়ের শোস্টপার নন, এক বৈশ্বিক আইকন।