প্যারিস ফ্যাশন উইকের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
প্যারিস ফ্যাশন উইকে যেন এক মুহূর্তেই সবার নজর কেড়ে নিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ল’রিয়াল প্যারিস স্প্রিং ২০২৬-এর আঙ্গিনায় মণীশ মালহোত্রার ডিজাইন করা ঝলমলে শেরওয়ানিতে রাজকন্যার রূপে ধরা দিলেন এই সুন্দরী। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
দুই দশকেরও বেশি সময় ধরে ল’রিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে ঐশ্বরিয়া শুধু ব্র্যান্ডের মুখই নন; তিনি সৌন্দর্য, আত্মবিশ্বাস ও শক্তির এক নতুন সংজ্ঞা গড়ে তুলেছেন আন্তর্জাতিক মঞ্চে। এই পোশাকে যেন প্রতিটি সূক্ষ্ম নকশায় বলেছে শক্তি, মর্যাদা আর আত্মবিশ্বাস এক সঙ্গে থাকা যায়।
-
এবারের প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া যেন পুরো লাইমলাইট নিজে দখল করেছেন। মঞ্চে তার আগমনই যেন নতুন ইতিহাসের সূচনা। মণীশ মfলহোত্রার কাস্টম-মেড শেরওয়ানি, যেখানে ভারতীয় ঐতিহ্য মিলিত হয়েছে আধুনিক হাই-ফ্যাশনের সঙ্গে, তাকে পরিপূর্ণ আভিজাত্য দিয়েছে।
-
শেরওয়ানির প্রতিটি কোণায় ঝলমল করছে হীরাখচিত কারুকাজ। উঁচু কলার, স্প্লিট নেকলাইন আর সামনে সাজানো হীরার বোতাম পোশাকটিকে মহিমাময় করেছে। সবচেয়ে চোখে পড়ার মতো ছিল হাতের ১০ ইঞ্চি জুড়ে বিস্তৃত সূক্ষ্ম হীরার এমব্রয়ডারি। সঙ্গে মানানসই ফ্লেয়ারড ট্রাউজার ও হাই হিলে ঐশ্বরিয়া হয়ে উঠেছেন অনন্য। এই পোশাকে মণীশ মলহোত্রা যেন প্রমাণ করেছেন ঐতিহ্য ও আধুনিকতার মিলন হতে পারে নিখুঁত।
-
তার লুকের পরিপূরক ছিল মণীশ মালহোত্রার জুয়েলারির সিগনেচার ব্রোচ। ম্যাজেস্টিক রিগালিয়া কালেকশনের স্ট্যালিয়ন ব্রোচে হীরা ও পান্নার কাজের অপূর্ব নিখুঁততা যেন মন ভরে দেয়; এই শিল্পকর্মটি তৈরিতে লেগেছে কারুশিল্পীর প্রায় ১৫০০ ঘণ্টার নিপুণ পরিশ্রম।
-
তবে গ্ল্যাম লুকটি সম্পূর্ণ করল ঐশ্বরিয়ার আইকনিক লাল লিপস্টিক, ক্লাসিক উইংড আইলাইনার ও হীরার স্টাড ও আংটি। মঞ্চে দাঁড়িয়ে তিনি যেন এক মাধুর্যময় রূপকথার চরিত্র হয়ে উঠেছেন, যা দর্শকের চোখ ও হৃদয় দুটোই ছুঁয়ে গেছে।