বুলগারির প্রদর্শনীতে তারকাদের গ্ল্যামারাস ঝলক

প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৪ অক্টোবর ২০২৫ আপডেট: ১১:২৬ এএম, ২৯ অক্টোবর ২০২৫

বিশ্বখ্যাত লাক্সারি জুয়েলারি ব্র্যান্ড বুলগারি এবার প্রথমবারের মতো আয়োজন করল ভারতীয় প্রদর্শনী। মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে হয় এই প্রদর্শনী। আন্তর্জাতিক মানের এই আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা চোপড়া, যিনি যেন মুহূর্তেই আলো কাড়লেন। শুধু তিনি নন, রেড কার্পেটে পা রাখতেই নজর কাড়লেন আরও বহু বলি-ডিভা। তাদের ঝলমলে সাজ আর বুলগারির দৃষ্টিনন্দন গয়নায় মুগ্ধ হয়েছেন ফ্যাশনপ্রেমীরা। ছবি: তারকাদের ইনস্টাগ্রাম থেকে