কালোর রাজকীয় ছোঁয়ায় আবেদনময়ী ইধিকা
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল যেন রূপ আর পরিমিত আভিজাত্যের মিশ্র প্রতীক। তার প্রতিটি নতুন লুকেই থাকে এক ধরনের সহজ সৌন্দর্য, যা দর্শককে মুগ্ধ করে বারবার। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি কালো রঙের শাড়িতে তার রাজকীয় উপস্থিতি যেন অনুরাগীদের মুগ্ধতার নতুন অধ্যায় লিখেছে। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
বাংলাদেশের দর্শকদের কাছে ইধিকা পরিচিত মুখ। শাকিব খানের সঙ্গে অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা তাকে এনে দিয়েছে বিপুল জনপ্রিয়তা। এরপর থেকেই তিনি শুধু একজন অভিনেত্রী নয়, বরং স্টাইল আইকন হিসেবেও জায়গা করে নিয়েছেন। ঐতিহ্যবাহী পোশাক হোক বা আধুনিক গাউন ইধিকা জানেন, কোথায় কোন সৌন্দর্যটুকু তুলে ধরতে হয়।
-
ইধিকার সাম্প্রতিক ফটোশুটে তাকে দেখা গেছে কালো সিল্ক শাড়িতে। মসৃণ সিল্কের ওপর মেটালিক গোল্ড বর্ডার যেন আলো ছুঁয়ে তৈরি করেছে এক স্বর্ণালী আবেশ। পাড়ে জ্যামিতিক নকশা আর সূক্ষ্ম সোনালি কারুকাজ পুরো সাজে এনে দিয়েছে এক নিখাদ রাজকীয় অনুভূতি।
-
এই শাড়ির সঙ্গে তিনি পরেছেন বোটনেক ডিজাইনের স্লিভলেস ব্লাউজ, যার গলার চারপাশজুড়ে জড়ি সুতার সূক্ষ্ম এমব্রয়ডারি। ব্লাউজটির পেছনে ব্যবহৃত শিয়ার ফেব্রিক আর তাতে ছড়িয়ে থাকা সিকুইনের ক্ষুদ্র ঝিলিক যেন প্রতিটি ফ্রেমে আলো খেলে যাওয়ার মতোই মায়াবী।
-
ইধিকার মেকআপও তার মতোই পরিমিত। বেছে নিয়েছেন ন্যুড বেজ টোন, যা কালো পোশাকের গভীরতাকে আরও উজ্জ্বল করেছে। চোখে হালকা কাজল, ঠোঁটে ন্যুড শেড লিপস্টিক, আর চুল বাঁধা হয়েছে পরিপাটি মিডল বান স্টাইলে। সব মিলিয়ে লুকে এসেছে সহজ অথচ রাজকীয় এলিগ্যান্স।
-
বেশিরভাগ সময়ই ইধিকার স্টাইলের বিশেষত্ব থাকে তার সংযমে। ভারী গয়না নয়, বরং বেছে নিয়েছেন একজোড়া প্রজাপতি নকশার ইয়ার কাফ দুল, যা পুরো সাজকে দিয়েছে সূক্ষ্ম কিন্তু নজরকাড়া ফিনিশ।
-
ইধিকার এই লুক প্রকাশ পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার ছবিগুলো। ভক্তরা মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন তার রুচিশীলতা, পোশাক নির্বাচন ও আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য।