বিকিনি নয়, এবার গুজরাটি সাজে তাক লাগালেন অনন্যা
৭০তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-তারকাদের জমজমাট উপস্থিতিতে ভরপুর এই রেড কার্পেটের সবচেয়ে আলোচিত মুখ ছিলেন অভিনেত্রী অনন্যা পান্ডে। চকচকে গাউন আর গ্লিটার ট্রেন্ডের বাইরে গিয়ে তিনি বেছে নিয়েছিলেন এমন এক লুক, যা একই সঙ্গে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা আর আধুনিক ফ্যাশনের আত্মবিশ্বাসী প্রকাশ। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
ভারতের বিখ্যাত ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলা অনন্যাকে এদিন সাজিয়েছিলেন গুজরাটের ঐতিহ্যবাহী শিল্পকলার অনুপ্রেরণায় তৈরি এক অনন্য পোশাকে। বাঁধনি সিল্কে তৈরি তার শাড়িটি ফিউশন স্টাইলে ড্রেপ করা, যার কালো-লাল বিন্দু ও নকশায় ফুটে উঠেছে গুজরাটের প্রাচীন টাই-ডাই টেক্সটাইল আর্টের সূক্ষ্ম শৈলী।
-
এই শাড়ির সঙ্গে অনন্যা পরেছিলেন পাটোলা মোটিফে সাজানো এক স্ট্র্যাপলেস করসেট ব্লাউজ, যার সুইটহার্ট নেকলাইন আর বিউগল বিডস এমবেলিশমেন্ট যেন পুরো লুকে এনে দিয়েছে প্রাণবন্ত উচ্ছ্বাস। রঙিন করসেট আর ঐতিহ্যবাহী শাড়ির এই যুগলবন্দি তার ফ্যাশন এক্সপেরিমেন্টেশনের নিখুঁত উদাহরণ।
-
অনন্যার সাজে চোখে পড়ার মতো ছিল তার সংযমী গয়না নির্বাচন। কানে ঝুলছিল পাটোলা-অনুপ্রাণিত স্টেটমেন্ট দুল, যা করসেটের রঙিন নকশার সঙ্গে দারুণভাবে মিলেছে। হাতে একটিমাত্র বোল্ড আংটি, যা পুরো লুককে দিয়েছে আধুনিকতার ছোঁয়া।
-
মেকআপে অনন্যা থেকেছেন তার পরিচিত মিনিমাল ঢঙে। চোখে হালকা কাজল, গালে নরম ব্লাশ আর ঠোঁটে গ্লসি ন্যুড শেড-এই তিনের সমন্বয়ে তিনি তৈরি করেছেন প্রাকৃতিক অথচ নিখুঁত গ্ল্যাম। চুল বাঁধা হয়েছে পরিপাটি স্মুথ হেয়ার বানে, যা পুরো সাজের ভারসাম্য ধরে রেখেছে।
-
এই নিখুঁত ও পরীক্ষামূলক লুকের পেছনে আছেন ভারতের জনপ্রিয় সেলিব্রিটি স্টাইলিস্ট অমি প্যাটেল, যিনি অনন্যার ফ্যাশন সেন্সকে প্রতিবারই নতুন মাত্রা দেন। তার তত্ত্বাবধানেই ঐতিহ্যবাহী গুজরাটি মোটিফে এমন আধুনিক ও পরিশীলিত উপস্থাপনা সম্ভব হয়েছে।
-
গ্ল্যামার দুনিয়ায় যখন অনেকে ফ্যাশনকে কেবল ঝলমলে রঙে সীমাবদ্ধ রাখেন, অনন্যা পান্ডে সেখানে নিজের স্টাইলকে তুলে ধরেন এক নতুন ব্যাখ্যায়-ঐতিহ্যের ভেতর দিয়েই আধুনিকতা খোঁজা।