কাটআউট গাউনের হট লুকে লাস্যময়ী সামান্থা
দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু যেন প্রতিবারই নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন। সম্পর্ক, ব্যক্তিজীবনের নানা ঝড়-সব কিছু পেরিয়ে তিনি এখন কেবল নিজের তালে, নিজের ছন্দে। পর্দায় যেমন অভিনয়ে মুগ্ধ করেন, তেমনি ফ্যাশন দুনিয়াতেও দেখিয়ে দিচ্ছেন তার অনন্য উপস্থিতি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
সম্প্রতি আন্তর্জাতিক বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ড বুলগারির প্রথম ভারতীয় প্রদর্শনীতে হাজির হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন সামান্থা।
-
এক নজরেই সবার মন কাড়লেন মিডনাইট ব্লু ফ্লোর-লেংথ কাটআউট গাউনে।
-
ক্রেশা বাজাজের ডিজাইন করা এই পোশাকটিতে ছিল ডিপ নেকলাইন, ফিগার-হাগিং সিলুয়েট এবং গাউনের সামনের অংশে সূক্ষ্ম ডায়মন্ড-শেপ কাটআউট-যা একসঙ্গে দিয়েছে গ্ল্যামার ও গ্রেসের মিশেল।
-
গাউনের সঙ্গে সামান্থা বেছে নিয়েছিলেন বুলগারির সিগনেচার সাপ আকৃতির গোল্ড নেকপিস, ব্রেসলেট ও রিং-যা তার লুকে যোগ করেছে রাজকীয় আবেশ। মাঝখানে ভাগ করে রাখা খোলা চুল, সফট স্মোকি আই মেকআপ, ন্যুড লিপস আর হালকা ব্লাশ অনে আরও ফুটে উঠেছে তার স্বাভাবিক দীপ্তি।
-
যা-ই পরেন, সামান্থার স্টাইল সবসময় আত্মবিশ্বাসের প্রতীক। তার সাম্প্রতিক এই লুক যেন একটাই বার্তা দেয় সৌন্দর্য পোশাকে নয়, আত্মবিশ্বাসেই আসল আভা।