আইভরি শিফন শাড়িতে উষ্ণতা ছড়াচ্ছেন মিমি
অভিনয়, রূপ আর ফ্যাশন-তিন দিকেই সমান দক্ষ মিমি চক্রবর্তী। টালিউডের এই জনপ্রিয় তারকা প্রতিবারই নতুন কোনো লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দেন। সম্প্রতি তিনি ধরা দিয়েছেন আইভরি শিফন শাড়িতে, যেখানে এলিগ্যান্সের সঙ্গে মিশেছে আবেদনময় আভা। ছবি: মিমির ইনস্টাগ্রাম থেকে
-
মনোক্রম শাড়িটির সিলভার-গোল্ড এমব্রয়ডারির ফ্লোরাল নকশা নজর কাড়লেও আসল আকর্ষণ ছিল তার ব্লাউজে।
-
কোরসেট স্টাইলের ব্রালেট ব্লাউজে মুক্তো আর পাথরের সূক্ষ্ম কারুকাজ পুরো সাজটিকে এনে দিয়েছে ভিন্ন মাত্রা।
-
গলার সবুজ-সাদা পাথর বসানো স্টেটমেন্ট নেকপিস, মানানসই ড্রপ ইয়াররিংস আর আংটি লুকে যোগ করেছে রাজকীয়তা।
-
চুল বাঁধা হয়েছে স্লিক বানে, আর মেকআপে ফুটে উঠেছে প্রাকৃতিক ঔজ্জ্বল্য।
-
নাটকীয় আইল্যাশ, শিমারি আইশ্যাডো আর নুড-পিঙ্ক শেডের লিপস্টিক তার রূপকে করেছে আরও মোহময়।
-
শাড়ি লুকে এমন অনন্য সাজে হাজির হয়ে আবারও প্রমাণ করলেন, তিনি সত্যিই টালিউডের গ্ল্যামার ডিভা। সামনে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘রক্তবীজ ২’, আর সেই উপলক্ষেই যেন এই বিশেষ ফটোশুটে ধরা দিলেন মিমি।