বয়স কেবল সংখ্যা, সৌন্দর্য তার নিজস্ব পরিচয়
বলিউডের গ্ল্যামার দুনিয়ায় এমন কিছু নাম আছে, যাদের সৌন্দর্য ও ব্যক্তিত্ব সময়কে যেন হার মানিয়েছে। মালাইকা অরোরা তাদেরই একজন। বয়স ৫০ পেরিয়েও তিনি যেভাবে তারুণ্যের দীপ্তি ছড়িয়ে যাচ্ছেন, তা শুধু ভক্তদের নয়, সমসাময়িক শিল্পীদের কাছেও বিস্ময়কর। ছবি: অভিনেত্রী মালাইকা অরোরার ইনস্টাগ্রাম থেকে
-
দশকের পর দশক ধরে মালাইকা অরোরা বলিউডে এক অদ্বিতীয় নাম। নাচ, ফ্যাশন আর স্টাইলিশ উপস্থিতির জন্য তিনি বরাবরই আলোচনায় থেকেছেন। ‘ছাইয়া ছাইয়া’ কিংবা ‘মুন্নি বদনাম’ গানের মতো আইটেম সং-এ তার নাচ এখনও দর্শকের মনে দাগ কেটে আছে।
-
বয়স বাড়লেও তার সৌন্দর্যের ঝলক একটুও কমেনি, বরং নতুন করে আত্মবিশ্বাসী নারী হিসেবে তিনি নিজেকে হাজির করেছেন।
-
মালাইকার সৌন্দর্যের বড় রহস্য তার নিয়মিত ফিটনেস রুটিন। যোগব্যায়াম, জিম, সুষম খাদ্যাভ্যাস আর ইতিবাচক জীবনদৃষ্টিই তাকে বয়সের ছাপ থেকে দূরে রেখেছে।
-
প্রতিদিনের ফিটনেস সেশন তিনি শুধু নিজের জন্যই নন, ভক্তদেরও অনুপ্রেরণা হিসেবে শেয়ার করেন। অনেক তরুণী আজও তার ফিটনেস রুটিনকে অনুসরণ করে।
-
বয়স নিয়ে মালাইকা কখনও সংকোচ বোধ করেন না। বরং তিনি বারবার প্রমাণ করেছেন-নারীর সৌন্দর্য শুধু বয়সের সঙ্গে মাপা যায় না। ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও নিজের যত্ন-এসবই একজন নারীর সৌন্দর্যকে আরও দীপ্তিময় করে তোলে।
-
সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি, ফ্যাশন স্টেটমেন্ট কিংবা ব্যক্তিগত জীবনের খোলামেলা দৃষ্টিভঙ্গি তাকে সমসাময়িক নারীদের কাছে শক্তিশালী এক প্রতীক হিসেবে তুলে ধরেছে।
-
যেখানে বলিউডে নারীদের ক্যারিয়ার অনেক সময় বয়সের সঙ্গে সীমাবদ্ধ হয়ে যায়, সেখানে মালাইকা অরোরা এক অন্য উদাহরণ। তিনি দেখিয়েছেন, ৫০ বছর বয়সেও একজন নারী হতে পারেন ফ্যাশন আইকন, সৌন্দর্যের প্রতীক এবং আত্মবিশ্বাসী শিল্পী।
-
মালাইকা শুধু একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী বা মডেলই নন, তিনি নারীদের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা। বয়স যাই হোক, নিজেকে যত্ন নেওয়া, আত্মবিশ্বাসী থাকা এবং নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়ার বার্তাই তিনি দিয়ে চলেছেন।