ড্রেপড গ্ল্যামের খোলসে মিমি চক্রবর্তী
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এবার ফ্যাশন দুনিয়ায় নিজের জায়গা আরও মজবুত করেছেন বেনারসি বার্বি লুকে। ঐতিহ্যবাহী বেনারসি কাপড়ের গাউনে তার উপস্থিতি একেবারেই চোখ ধাঁধানো। ছবি: মিমির ইনস্টাগ্রাম থেকে
-
ফ্রেমে ধরা পড়েছেন মিমি এক ভিন্ন ধারার আভিজাত্যে। ফুশিয়া-পিঙ্ক ওয়ান শোল্ডার গাউনের সঙ্গে তার স্টাইল এক অন্য মাত্রা যোগ করেছে।
-
গাউনের সোনালি ঝলমলে জরির ফুলেল কারুকাজ শুধু নকশার নয়, চোখে পড়ার মতো ব্যতিক্রমী সৌন্দর্যও উপস্থাপন করছে।
-
ড্রেপড গাউনটি ফিগারের সঙ্গে এমন নিখুঁতভাবে মানিয়ে গেছে যে মনে হচ্ছে এটি তৈরি করা হয়েছে কেবল মিমির জন্য। আধুনিক কাটের সঙ্গে ঐতিহ্যের মিলন ঘটেছে, যা তাকে এক রাজার মতো রাজকীয় ভাব দিয়েছে।
-
লুকের সঙ্গে সামঞ্জস্য রেখে মিমি বেছে নিয়েছেন ভারী সোনার নেকপিস, দুল ও চুড়ি। যা যোগ করেছে রাজকীয় দীপ্তি। মেকআপেও ফোকাস রয়েছে সূক্ষ্ম সুন্দরতায়-হালকা গোলাপি শিমারি আইশ্যাডো, আইলাইনার ও ন্যুড গোলাপি লিপকালারের সমন্বয় মিমির রূপকে আরও প্রাণবন্ত করেছে।
-
ঢেউখেলানো খোলা চুলের সঙ্গে হালকা রেট্রো স্টাইল মিশে তার এই লুককে করেছে এক অভিনব, আকর্ষণীয় এবং স্মরণীয় আভিজাত্যের প্রতীক।