ছবিতে টালি সুন্দরীদের স্টাইলে হেয়ার ফ্যাশনের অনুপ্রেরণা
চুল শুধু সৌন্দর্যের নয়, ব্যক্তিত্বেরও প্রতিচ্ছবি। পোশাকের মতোই চুলের স্টাইলও জানিয়ে দেয় রুচি ও ট্রেন্ডসচেতনতা। ফ্যাশনের দুনিয়ায় এখন আর হেয়ারস্টাইল শুধু প্রয়োজন নয়, একে ধরা হয় ব্যক্তিগত এক্সপ্রেশন হিসেবে। অফিস হোক, ক্যাজুয়াল আউটিং বা পার্টি সব জায়গাতেই চুলের স্টাইল যেন মানায় আরাম ও আত্মবিশ্বাসের সঙ্গে। টালিউড তারকাদের সৌন্দর্য আর স্টাইল আজ অনেকের অনুপ্রেরণা। তারা যেমন ফ্যাশনে নতুন ধারা আনছেন, তেমনি হেয়ারস্টাইলেও দিচ্ছেন নতুন আইডিয়া। চলুন জেনে নেই এই তারকাদের প্রিয় কিছু হেয়ারস্টাইল, যা আপনিও সহজেই ট্রাই করতে পারেন। ছবি: তারকাদের ইনস্টাগ্রাম থেকে
-
অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রমাণ করেছেন, এলোমেলোতাতেও আছে সৌন্দর্য। তার ফিউশন মেসি বান লুকটি এক কথায় মুগ্ধকর। মাঝ সিঁথি করে সামনের চুলে ফ্রেঞ্চ বেণি, তারপর সব চুল একত্রে নিয়ে ঢিলে খোঁপা-এতেই তৈরি হয়ে যায় ফ্রেশ, গ্ল্যামারাস এক হেয়ারস্টাইল। স্ট্র্যাপলেস গাউন, পার্টি ড্রেস বা স্লিক শাড়ির সঙ্গে মানিয়ে যায় দুর্দান্তভাবে।
-
অভিনেত্রী মধুমিতা সরকার তার হেয়ারস্টাইল নিয়ে সবসময় পরীক্ষানিরীক্ষা করেন। সম্প্রতি তার ডাবল হাফ বান লুকটি দারুণ ট্রেন্ডি হয়ে উঠেছে। মাঝ সিঁথি করে সামনের কিছু চুল ভাগ করে ছোট দুইটি বান করে বেঁধে নিন, বাকিটা খোলা রাখুন। এই হেয়ারস্টাইল মানাবে ওয়েস্টার্ন আউটফিট, জাম্পস্যুট বা এমনকি সেমি-ক্যাজুয়াল পোশাকের সঙ্গেও।
-
লম্বা চুল মানেই একঘেয়ে বেণি এই ধারণা এখন অতীত। চাইলে মধুমিতার মতোই চুলে ফিতা বেঁধে দিন, মিলিয়ে নিন শাড়ির রঙের সঙ্গে। ফিতার এই ছোঁয়া আপনার লুকে আনবে এক অন্যরকম মিষ্টতা। এটি যেমন ঐতিহ্যবাহী, তেমনি আধুনিকতারও এক মেলবন্ধন।
-
অভিনেত্রী স্বস্তিকা দত্ত জানেন কীভাবে ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করতে হয়। তার ফিউশন হেয়ারস্টাইলটি নজরকাড়া এক উদাহরণ। সামনের চুল ভাগ করে তৈরি করা ফ্রেঞ্চ বেণি আর পেছনের অংশে রঙিন ব্যান্ডে বাঁধা পনিটেল এই মিশ্রণে পাওয়া যায় এক তরতাজা ও উৎসবমুখর লুক। যারা রঙ নিয়ে খেলতে ভালোবাসেন, তাদের জন্য এই স্টাইল একদম পারফেক্ট।
-
সাদা শাড়িতে দেবচন্দ্রিমা সিংহ রায়ের খোঁপা যেন অনন্ত সৌন্দর্যের প্রতীক। নিখুঁতভাবে বাঁধা খোঁপার পাশে লাল গোলাপ গুঁজে দিলে যে রোমান্টিক আবেদন সৃষ্টি হয়, তা যে কোনো অনুষ্ঠানের জন্য যথেষ্ট।
-
বিয়ের রিসেপশন থেকে শুরু করে পার্টি এই ক্ল্যাসিক লুক সর্বত্র মানানসই।