মিনি ড্রেসে লাস্যময়ী নুসরাত
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১০ নভেম্বর ২০২৫
আপডেট: ০৩:৩৯ পিএম, ১০ নভেম্বর ২০২৫
মেটালিক ঝলকে সবার নজর কেড়েছেন টালিউডের গ্ল্যাম কুইন খ্যাত অভিনেত্রী নুসরাত জাহান। মিনি ড্রেসে তার এই উপস্থিতি যেন রেড কার্পেটের আভিজাত্যকেও হার মানায়। সাহস, স্টাইল আর আত্মবিশ্বাসন সবকিছুর নিখুঁত মিশেল যেন এই এক লুকেই। ছবি: নুসরাতের ইনস্টাগ্রাম থেকে
-
ঝকঝকে পার্পেল মিরর মিনি ড্রেসে নুসরাতের আবেদন যেন চোখ ফেরাতে দেয় না।
-
লুকের পরিপূর্ণতা এনেছেন মেকআপে চোখে শিমারি ল্যাভেন্ডার আইশ্যাডো ও নিখুঁত আইলাইনার, ঠোঁটে হালকা ন্যুড টোন।
-
চুলে রেখেছেন নরম ওয়েভস, যা পুরো সাজে যোগ করেছে কোমল গ্ল্যাম।
-
সবশেষে নজরকাড়ে তার ওভারসাইজড ড্রামাটিক কেপ, সাটিন ফেব্রিকের ফুলেল টেক্সচারে তৈরি সেই কেপ যেন লুকে এনে দিয়েছে রাজকীয় আভা।
-
এক কথায় নুসরাত জাহান এই সাজে শুধু ফ্যাশন নয়, স্টাইলের সংজ্ঞাকেই যেন নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন।