মোহময়ী সোনালি আভায় নজরকাড়া দিশা
বলিউডের গ্ল্যামার দুনিয়ায় দিশা পাটানি এমনই একটি নাম, যিনি প্রতিবারই নতুন রূপে চমকে দেন ভক্তদের। নৃত্য, মডেলিং আর অভিনয় সব ক্ষেত্রেই সমান মুন্সিয়ানা দেখানো এই তারকার সাজপোশাকে থাকে সাহস, আভিজাত্য এবং আকর্ষণীয়তার অনন্য মিশ্রণ। তার সোশ্যাল মিডিয়ার প্রতিটি ফ্রেমে ফুটে ওঠে ভিন্ন ভিন্ন লুক গাউন থেকে বিকিনি, ওয়েস্টার্ন মিনিমাল থেকে এথনিক উজ্জ্বলতা সবই যেন সহজাত আত্মবিশ্বাসে ভর করে ওঠে। তবে ঝলমলে গোল্ডেন লুকে তার সাম্প্রতিক উপস্থিতি যেন আরও বেশি চমক জাগিয়েছে। ছবি: দিশার ইনস্টাগ্রাম থেকে
-
সমসাময়িক গ্ল্যামারের সঙ্গে ঐতিহ্যের সূক্ষ্ম ছোঁয়া মিলিয়ে দিশা হাজির হয়েছেন এক মোহনীয় সোনালি আভায়। তার পরনে মনীশ মালহোত্রার তৈরি আধুনিক শাড়ি যার সঙ্গে জুটি বেঁধেছে ক্রিস্টাল-সজ্জিত, ভারী কাজের স্টেটমেন্ট ব্লাউজ। স্লিভলেস ও ব্যাকলেস নকশার এই ব্লাউজ শুধু পোশাকই নয়, পুরো লুকের নিয়ন্ত্রণ-রেখা যেন।
-
ঝলমলে গোল্ডেন শাড়িটি মুক্তার সূক্ষ্ম কাজের আলোয় আরও দীপ্ত হয়ে উঠেছে। সেই আভাকে আরও উজ্জ্বল করেছে ভিনটেজ ধাঁচের গয়না, সোনালি হেয়ার অ্যাকসেসরিজে সাজানো চুল এবং মৃদু উজ্জ্বলতায় ঝলমলে মুখাবয়ব।
-
রুবি আর সবুজ এনামেল-সজ্জিত ফ্লোরাল চোকার মনোক্রোম গোল্ডেন প্যালেটের ভেতর এনে দিয়েছে দারুণ বৈপরীত্য। সঙ্গে পার্ল-ড্রপ ইয়াররিংস, চুড়ি আর স্টেটমেন্ট রিং প্রতিটি অ্যাকসেসরি লুকটিকে করেছে পূর্ণ ও পরিণত।
-
মেকআপেও দিশা রেখেছেন নিজস্ব ছাপ গভীর কাজল-ঘেরা চোখ, মিউট রোজ টোনের ঠোঁট এবং ছোট্ট কালো টিপে তার সৌন্দর্য পেয়েছে ক্লাসিক ভারতীয় ছোঁয়া।
-
সোনালি আলোয় মোড়ানো এই লুকের প্রতিটি খুঁটিনাটি যেন শুধু সাজ নয়, এক ধরনের আত্মবিশ্বাসী উপস্থিতির গল্প-যেখানে দিশা পাটানি আবারও প্রমাণ করলেন, তাকে যে কোন স্টাইলেই মোহনীয় দেখায়, তা আর বলার অপেক্ষা রাখে না।