১৮ তেই স্টারডম, রাশার স্টাইল-ঝলকে মুগ্ধ বি-টাউন
বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন যিনি রয়েছেন, তিনি আর কেউ নন রাশা থাডানি। ১৮–তেই যেভাবে তিনি গ্ল্যামার দুনিয়ায় ঝড় তুলেছেন, তা আজ গোটা বি-টাউনকেই তাক লাগিয়ে দিয়েছে। রাশাকে ঘিরে এই উন্মাদনার মূল সূত্র ধরতে চাইলে প্রথমেই চলে আসে তার রূপ-আচরণে রাভিনা ট্যান্ডনের অবিকল ছায়া। নব্বই দশকের ‘শহুরে মেয়ে’ রাভিনা যেভাবে পর্দা কাঁপিয়েছিলেন, ঠিক সেই আবেদনের দীপ্তি যেন আজ তার কন্যা রাশার মধ্যেও স্পষ্ট। ছবি: রাশার ইনস্টাগ্রাম থেকে
-
রাভিনা ট্যান্ডনের ‘শহর কি লাড়কি’ গানটি একসময় বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই সময়কার সাহসী, আধুনিক, চলতি শহুরে মেয়ের প্রতিচ্ছবিই তুলে ধরেছিলেন তিনি। আজ দুই দশক পর তার মেয়ে রাশা যেন সেই ইমেজকেই জেন–জি ঢঙে নতুনভাবে পুনর্জাগরিত করছেন। তার চোখের দৃষ্টি, ফটোশুটে পোজ, কিংবা অফ-স্ক্রিন ক্যাজুয়াল স্টাইল সব জায়গাতেই অনায়াসে ফুটে ওঠে ‘ছোট রাভিনা’র ছাপ।
-
তবে রাশা এই মিলকে অন্ধ অনুকরণে পরিণত করেননি; বরং নিজের মধ্যে যোগ করেছেন স্বতন্ত্র এক আত্মবিশ্বাসী চরিত্র। ঠিক সেই জায়গাটিই তাকে বি-টাউনের নতুন সেনসেশনে পরিণত করেছে।
-
বলিউডে সদ্য পা রেখেই যে পরিমাণ সাড়া ফেলেছেন রাশা, তা কম বয়সী নতুনদের জন্য এক বিশাল উদাহরণ। সামাজিক মাধ্যম জুড়ে তিনি এখন হট-টপিক। নিজের আগমন ঘোষণার পরই বিপুল ফ্যান-ফলোয়িং তৈরি করেছেন তিনি।
-
ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, রাশার বড় শক্তি তার বহুমাত্রিক স্টাইল সেন্স। কখনও ওয়েস্টার্ন চিক, কখনও ফিউশন, আবার কখনও প্রথাগত ভারতীয় পোশাকে প্রতিটিতেই তিনি যেন আলাদা এক আবেদন নিয়ে হাজির হন।
-
রেড কার্পেটের ঝলমলে রূপ কিংবা কোনো মিউজিক লঞ্চ ইভেন্ট সব জায়গাতেই তার সাজে থাকে পরীক্ষাধর্মী এক আত্মবিশ্বাস। জেন-জির সাহসী ফ্যাশন আইকন হিসেবে তাকে তাই আলাদা করে দেখা শুরু করেছে বি-টাউন।
-
রাশার জনপ্রিয়তার নতুন সংজ্ঞা খুঁজতে গেলে ‘নিউ বলিউড ক্রাশ’–ই সবচেয়ে সঠিক পরিচয়। মাত্র কয়েক মাসের সেলিব্রিটি জীবনে তার নাম ঘিরে তৈরি হয়েছে একটি বিশাল উত্তেজনা। তার প্রতিটি নতুন লুক, নতুন ফটোশুট, নতুন প্রকাশ্য উপস্থিতি সবই তরুণদের কাছে ট্রেন্ডের ইঙ্গিত। তার সাজগোজ বিশ্লেষণ করে রিল বানাচ্ছে অসংখ্য ফ্যাশন ইনফ্লুয়েন্সার। মেকআপ থেকে শুরু করে হেয়ারস্টাইল সব জায়গাতেই রাশা এখন ‘রেফারেন্স পয়েন্ট’।
-
যদিও গ্ল্যামারে ঝলমলে উপস্থিতি তার পরিচয়ের বড় অংশ, কিন্তু পর্দার আড়ালে রাশা একজন শান্ত স্বভাবের, পড়াশোনায় মনোযোগী কিশোরী এমনটাই জানান রাভিনা। জীবনের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন না হয়ে, স্বপ্নপূরণের পথে নিয়মিত নিজেকে প্রস্তুত করে চলছেন রাশা।
-
তার অভিনয় যাত্রা মাত্র শুরু, কিন্তু আত্মবিশ্বাস, গ্ল্যামার সেন্স ও ব্যক্তিত্ব এই তিন মিলেই তিনি ভক্তদের কাছে হয়ে উঠছেন ভবিষ্যৎ বলিউড কুইন হওয়ার সম্ভাবনাময় মুখ।
-
রাশা থাডানি এখন কেবল রাভিনা ট্যান্ডনের মেয়ে নন, বরং নিজের আলোয় আলোকিত হতে শুরু করেছেন। তার নানা লুকে ভরপুর আবেদন, ঝলমলে উপস্থিতি আর নতুন প্রজন্মের সঙ্গে দারুণ কানেকশন তাকে আগামীর সুপারস্টার হওয়ার পথে এগিয়ে দিচ্ছে দ্রুত। বলিউডের ‘ছোট রাভিনা’ হয়তো আগামী দিনগুলোতে হয়ে উঠবেন নিজের নামেরই আলাদা এক ব্র্যান্ড রাশা থাডানি।