ফার জ্যাকেটে উষ্ণতা ছড়ালেন ঋতাভরী
টালিউডের গ্ল্যামার দুনিয়ায় ঋতাভরী চক্রবর্তী মানেই আলাদা এক উপস্থিতি। জিরো ফিগারের ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের স্বকীয়তাকেই তিনি বারবার তুলে ধরেছেন অকপটে। শীতের হালকা পরশে এবার তিনি ধরা দিলেন এক অনন্য ফটোশুটে যেখানে আবেদন, আত্মবিশ্বাস আর স্টাইল মিলেছে একসঙ্গে। ফ্রেমে বন্দী প্রতিটি ভঙ্গিমায় ধরা পড়েছে তার স্বভাবসুলভ নরম–কড়া মিশে থাকা অভিজাত সৌন্দর্য। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
সম্প্রতি প্রকাশ করা নতুন লুকে ঋতাভরী যেন নিজেকেই ছাপিয়ে উঠেছেন। আলো-ছায়ার খেলা মাখা এই শুটের প্রথম নজরকাড়া উপাদান তার ভরপুর আত্মবিশ্বাস।
-
কালো হল্টারনেক বডিকন গাউনটি তাকে দিয়েছে দারুণ নাটকীয়তা, আর সেই ডিপ নেকলাইন ও কোমরের পাশে কাটআউট ডিজাইনের সাহসী ডিটেইলিং পুরো লুককে করেছে আধুনিক ও আকর্ষণীয়।
-
লুকের সবচেয়ে দৃষ্টিকাড়া অংশ ছিল টাইগার প্রিন্ট ফার জ্যাকেট। গাউনের সঙ্গে তীব্র কনট্রাস্ট তৈরি করে সেটি যেন শীতের দিনে উষ্ণতার পাশাপাশি স্টাইলেরও বার্তা দিচ্ছিল। একদিকে এটি লেয়ারিংয়ের জন্য আদর্শ, আবার হাতে ফ্যাশন অ্যাকসেসরিজ হিসেবেও মানিয়ে যায় চমৎকারভাবে।
-
অল্প সাজেই যে পুরো লুককে পরিপূর্ণ করা যায়-ঋতাভরীর এই স্টাইলই তার প্রমাণ। কালো পাম্প হিল, সাদা পাথরের ইয়াররিংস, আংটি আর চিকন ডিজাইনের কালো ওভাল সানগ্লাস সব মিলিয়ে একেবারে সংযত অথচ ঝলমলে। কফি–ব্রাউন চুলে নরম ও ঢেউখেলানো ভলিউম তার উপস্থিতিকে করেছে আরও মুগ্ধকর।
-
মেকআপেও ছিল স্বাভাবিকতার ছোঁয়া। লেন্স পরা চোখে হালকা স্মোকি টাচ, ঠোঁটে ন্যুড পিঙ্কের কোমলতা তাকে করেছে সম্পূর্ণ।
-
আধুনিকতা, আত্মবিশ্বাস আর সহজাত নান্দনিকতার সমন্বয়ে ঋতাভরী আবারও মনে করিয়ে দিলেন ফ্যাশন কেবল পোশাক নয়, নিজেকে তুলে ধরার এক নীরব ভাষাও।