ফার জ্যাকেটে উষ্ণতা ছড়ালেন ঋতাভরী

প্রকাশিত: ০৮:১৭ এএম, ২৯ নভেম্বর ২০২৫ আপডেট: ০৮:১৭ এএম, ২৯ নভেম্বর ২০২৫

টালিউডের গ্ল্যামার দুনিয়ায় ঋতাভরী চক্রবর্তী মানেই আলাদা এক উপস্থিতি। জিরো ফিগারের ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের স্বকীয়তাকেই তিনি বারবার তুলে ধরেছেন অকপটে। শীতের হালকা পরশে এবার তিনি ধরা দিলেন এক অনন্য ফটোশুটে যেখানে আবেদন, আত্মবিশ্বাস আর স্টাইল মিলেছে একসঙ্গে। ফ্রেমে বন্দী প্রতিটি ভঙ্গিমায় ধরা পড়েছে তার স্বভাবসুলভ নরম–কড়া মিশে থাকা অভিজাত সৌন্দর্য। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে