স্টাইল আর সাহসিকতার দুর্দান্ত যুগলবন্দি মিমের রেট্রো লুকে
সৌন্দর্য, অভিনয়ের মুন্সিয়ানা আর ফ্যাশনের সাবলীল প্রকাশ-এই তিনেই বরাবরই দর্শকদের মন জিতেছেন বিদ্যা সিনহা মিম। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভক্তদের জন্য উঁকি দেন নানা স্টাইল স্টেটমেন্টে। তবে সম্প্রতি প্রকাশ পাওয়া এক ছবিতে যেন নিজেকেই ছাপিয়ে গেছেন তিনি। সেই ছবিতে মিমকে দেখা যাচ্ছে এক অনন্য রেট্রো গ্ল্যাম লুকে, যেখানে তিনি ‘লেডি ইন রেড’, রূপ যেন আগুন ছড়ায় চোখে চোখে! ছবি: ফেসবুক থেকে
-
ছবিতে মিমকে দেখা যাচ্ছে ক্রিমসন রেড রঙের বিলাসবহুল সাটিন ব্লেজারে, সঙ্গে চোখ জোড়া আটকে রাখার মতো একটি বড় হ্যাট, যেটিও একই রঙের। পুরো লুকটা যেন সময় পেছনে ফিরে গিয়ে ৫০ বা ৬০ দশকের কোনো হলিউড ক্ল্যাসিক ফিল্মের নায়িকার মতো করে তুলেছে তাকে।
-
চোখে পড়ছে ছোট ছোট কিন্তু নিখুঁত ডিটেইলস-হৃদয় আকৃতির গোল্ডেন স্টাড ইয়াররিং, আঙুলে বাহারি ডিজাইনের রিং, হাতে হালকা মিনিমাল ব্রেসলেট, সবই যেন রেড আউটফিটের সঙ্গে রুচিশীল সুরে বাজছে।
-
মেকআপেও রেখেছেন রেট্রোর মাধুর্য। গাঢ় লাল লিপস্টিক, নিখুঁত আইলাইনারে টানা চোখ, ঘন পাপড়ি আর ঝকঝকে ভ্রু। চুলে হালকা ওয়েভ দিয়ে হানি ব্রাউন রঙের ছোট কার্লি লুক, যেন পুরো অবয়বটাই এক রহস্যময় চরিত্র হয়ে উঠেছে।
-
এই লুকে মিমকে দেখে মনে হতে পারে, তিনি যেন বাস্তব থেকে উঠে আসা পুরোনো যুগের রুপালি পর্দার কোনো মহীয়সী অভিনেত্রী। তার এই রেট্রো ইনক্যার্নেশন নতুন এক স্টাইল আইকনের বার্তা দিচ্ছে। এককথায়, চোখ ফেরানো দায়!
-
এ যেন এক নতুন মিম, পুরনো সৌন্দর্যের আধুনিক ব্যাখ্যা।