স্টাইল আর সাহসিকতার দুর্দান্ত যুগলবন্দি মিমের রেট্রো লুকে

প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৫ আগস্ট ২০২৫ আপডেট: ০৩:১১ পিএম, ০৫ আগস্ট ২০২৫

সৌন্দর্য, অভিনয়ের মুন্সিয়ানা আর ফ্যাশনের সাবলীল প্রকাশ-এই তিনেই বরাবরই দর্শকদের মন জিতেছেন বিদ্যা সিনহা মিম। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভক্তদের জন্য উঁকি দেন নানা স্টাইল স্টেটমেন্টে। তবে সম্প্রতি প্রকাশ পাওয়া এক ছবিতে যেন নিজেকেই ছাপিয়ে গেছেন তিনি। সেই ছবিতে মিমকে দেখা যাচ্ছে এক অনন্য রেট্রো গ্ল্যাম লুকে, যেখানে তিনি ‘লেডি ইন রেড’, রূপ যেন আগুন ছড়ায় চোখে চোখে! ছবি: ফেসবুক থেকে