ঝলমলে সোনালি ছোঁয়ায় কালো লুকে লাস্যময়ী জয়া
ঝলমলে সোনালির ছোঁয়ায় মোড়া কালো পোশাকে যেন এক অন্যরকম আবেদন ছড়িয়ে দিলেন জয়া আহসান। গ্ল্যামারের আলোয় ঝলসে উঠেছে তার প্রতিটি ভঙ্গি, প্রতিটি স্টাইল। থাই-স্লিট ডিজাইনের স্কার্ট থেকে শুরু করে সোনালি এমবেলিশমেন্ট করা শর্ট জ্যাকেট সবকিছুতেই ফুটে উঠেছে তার অনন্য ফ্যাশন সেন্স। স্নিগ্ধ মেকআপ, বড় মুক্তার দুল আর খোলা চুলের মায়ায় জয়া যেন পরিণত হয়েছেন সৌন্দর্যের নিখুঁত প্রতীকে। এই লুক শুধু নজরকাড়া নয়, ভক্তদের হৃদয়ে দীর্ঘদিনের জন্য দাগ কেটে যাওয়ার মতো। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া
-
জয়া আবারও প্রমাণ করলেন, স্টাইলের সংজ্ঞা তিনি নিজেই তৈরি করেন। অভিনেত্রীর নতুন লুকের অপেক্ষায় থাকা ভক্তদের জন্য এবারের চমক যেন চোখ ধাঁধানো। কালো আর সোনালির অপূর্ব মিশেলে তিনি হাজির হয়েছেন এক অসাধারণ সুপার গ্ল্যাম অবতারে।
-
থাই-স্লিট ডিজাইনের স্কার্টে যে আবেদন, তা যেন আত্মবিশ্বাসের নিখুঁত প্রকাশ। এর সঙ্গে মানানসই শর্ট জ্যাকেটটি পুরো লুকে এনে দিয়েছে বাড়তি ঝলক।
-
ঝকমকে সোনালি এমবেলিশমেন্টে সাজানো জ্যাকেটটি জয়াকে করেছে আরও অনন্য। পায়ের কালো হিলস যেন পুরো স্টাইল স্টেটমেন্টকে করেছে সম্পূর্ণ।
-
কালো স্লিভলেস টপের সঙ্গে হাতে ঝুলন্ত জ্যাকেট, চোখে পড়ার মতো মেটালিক টেক্সচার, আর তার বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাসের নিঃশব্দ ঘোষণা।
-
কানজুড়ে বড় মুক্তার ড্রপ দুল, আঙুলে স্টেটমেন্ট রিং-সব মিলিয়ে প্রতিটি ডিটেইলে ফুটে উঠেছে গ্ল্যামারের নিখুঁত সমন্বয়।
-
মেকওভারে ন্যুড লিপস্টিকের সাদামাটা আভা থাকলেও পুরো লুকে গ্ল্যামার ছড়িয়েছে ছড়িয়ে। চুলের খোলা স্ট্র্যান্ডসে যোগ হয়েছে অতিরিক্ত আকর্ষণ। সব মিলিয়ে বলা যায়, জয়ার এই লুক শুধু ফ্যাশন নয়, এটি এক শিল্প-যা ভক্তদের হৃদয়ে দাগ কাটতে বাধ্য।