ঝলমলে সোনালি ছোঁয়ায় কালো লুকে লাস্যময়ী জয়া

প্রকাশিত: ১১:০৭ এএম, ২৮ আগস্ট ২০২৫ আপডেট: ১১:০৭ এএম, ২৮ আগস্ট ২০২৫

ঝলমলে সোনালির ছোঁয়ায় মোড়া কালো পোশাকে যেন এক অন্যরকম আবেদন ছড়িয়ে দিলেন জয়া আহসান। গ্ল্যামারের আলোয় ঝলসে উঠেছে তার প্রতিটি ভঙ্গি, প্রতিটি স্টাইল। থাই-স্লিট ডিজাইনের স্কার্ট থেকে শুরু করে সোনালি এমবেলিশমেন্ট করা শর্ট জ্যাকেট সবকিছুতেই ফুটে উঠেছে তার অনন্য ফ্যাশন সেন্স। স্নিগ্ধ মেকআপ, বড় মুক্তার দুল আর খোলা চুলের মায়ায় জয়া যেন পরিণত হয়েছেন সৌন্দর্যের নিখুঁত প্রতীকে। এই লুক শুধু নজরকাড়া নয়, ভক্তদের হৃদয়ে দীর্ঘদিনের জন্য দাগ কেটে যাওয়ার মতো। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া