পান্না সবুজের রাজকীয় সাজে তমা, চোখ ফেরানোই দায়
পান্না সবুজের শাড়ি আর রাজকীয় গ্ল্যামার-এই দুইয়ের মেলবন্ধন যেন অন্য এক জগতে নিয়ে গেলেন তমা মির্জা। ঝলমলে বিডওয়ার্কের ব্লাউজ, পরিপাটি স্লিক বান, চোখে স্মোকি শেড আর ন্যুড লিপস্টিকের মুগ্ধতা সব মিলিয়ে এই লুক যেন ফ্যাশনপ্রেমীদের জন্য অনুপ্রেরণার নতুন ঠিকানা। এক নজর দেখলেই বোঝা যায়, তমা এবার শুধু শাড়ি নয়, ছড়িয়েছেন অনন্য আভিজাত্যের ছাপ। ছবি: জাহিদ খান ব্রাইডাল মেকওভারের ইনস্টাগ্রাম ও তমা মির্জার ফেসবুক থেকে
-
দেশের স্বনামধন্য ডিজাইনার সাফিয়া সাথীর শাড়িতে তমার সাজে এসেছে রাজকীয় আভিজাত্য। পান্না সবুজ একরঙা শাড়ি, সঙ্গে ঝলমলে বিডওয়ার্কের স্টেটমেন্ট ব্লাউজ যেন লুকের কেন্দ্রে। মুক্তা, সাদা ও পান্না পাথরের নিখুঁত কারুকাজে তৈরি এই ব্লাউজ তমার গ্ল্যামারকে দিয়েছে এক অন্য মাত্রা।
-
মেকআপেও ছিল পরিপূর্ণতা। জাহিদ খান ব্রাইডাল মেকওভার স্টুডিওর গ্ল্যামারাস টাচে সাজিয়েছেন তমাকে।
-
ঠোঁটে হালকা ন্যুড লিপস্টিক, গালে হালকা গোলাপি ব্লাশ আর উজ্জ্বল হাইলাইটারের ছোঁয়া ফুটিয়ে তুলেছে তার সৌন্দর্য। চোখে সবুজ টোনের স্মোকি আইশ্যাডো আর নাটকীয় আইলাইনারে বেড়েছে মাদকতা।
-
জুয়েলারিতেও ছিল অভিজাত ছোঁয়া। পান্না সবুজ পাথরের চোকার নেকলেস, মানানসই কানের দুল ও চুড়ি এনে দিয়েছে সম্পূর্ণতা। এর সবই জাহিদ খান ব্রাইডাল কালেকশনের। হেয়ারস্টাইল হিসেবে বেছে নিয়েছেন স্লিক বান, যা অলংকৃত হয়েছে মুক্তার ঝুলে থাকা লম্বা হেয়ার অ্যাকসেসরিতে-এই এক টুকরো ডিটেইলই সাজকে করেছে আরও আলাদা।
-
তমা মির্জার সাম্প্রতিক এই ফ্যাশন স্টেটমেন্ট যেন আবারও প্রমাণ করে-তিনি শুধু অভিনেত্রী নন, বরং ট্রেন্ডসেটার ফ্যাশন আইকন হিসেবেও তার অবস্থান দৃঢ়।