পান্না সবুজের রাজকীয় সাজে তমা, চোখ ফেরানোই দায়

প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৮ আগস্ট ২০২৫ আপডেট: ০৩:৩৯ পিএম, ২৮ আগস্ট ২০২৫

পান্না সবুজের শাড়ি আর রাজকীয় গ্ল্যামার-এই দুইয়ের মেলবন্ধন যেন অন্য এক জগতে নিয়ে গেলেন তমা মির্জা। ঝলমলে বিডওয়ার্কের ব্লাউজ, পরিপাটি স্লিক বান, চোখে স্মোকি শেড আর ন্যুড লিপস্টিকের মুগ্ধতা সব মিলিয়ে এই লুক যেন ফ্যাশনপ্রেমীদের জন্য অনুপ্রেরণার নতুন ঠিকানা। এক নজর দেখলেই বোঝা যায়, তমা এবার শুধু শাড়ি নয়, ছড়িয়েছেন অনন্য আভিজাত্যের ছাপ। ছবি: জাহিদ খান ব্রাইডাল মেকওভারের ইনস্টাগ্রাম ও তমা মির্জার ফেসবুক থেকে