ফুটওভার ব্রিজের দোকানে কি আছে আপনার জন্য?
ঢাকার ব্যস্ত সড়ক পেরোতে যখন ফুটওভার ব্রিজে উঠবেন, তখনই চোখে পড়বে এক ভিন্ন জগত। সামান্য জায়গা জুড়ে সাজানো রঙিন পসরা কোথাও ঝুলছে ট্রাভেল ব্যাগ, কোথাও সারি সারি কসমেটিকস, আবার অন্য কোণে ছোট্ট ফ্যান বা সফট টয়। ব্রিজ পার হতে হতে মনে হবে, যেন হঠাৎই ঢুকে পড়েছেন এক মিনি শপিংমলে, যেখানে দামও সাধ্যের মধ্যে, আর পণ্যও হাতের নাগালে। তাড়াহুড়ো করা পথচারীর জন্য দরকারি জিনিস যেমন আছে, তেমনি আছে শিশুদের জন্য খেলনা আর প্রিয়জনকে খুশি করার মতো টাটকা গোলাপও। এক কথায় এই ফুটওভার ব্রিজে আপনার জন্য রয়েছে চমক আর সুবিধার এক রঙিন বাজার। ছবি: জান্নাত শ্রাবণী
-
ফুটওভার ব্রিজে উঠতেই চোখে পড়বে বাহারি ফুলের ঝুড়ি।
-
১০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে বেছে নিতে পারবেন পছন্দের ফুল। প্রিয়জনকে খুশি করার জন্য এরচেয়ে ভালো কিছু তো আর হতেই পারে না।
-
মাত্র ১৫০ থেকে ১০০০ টাকার মধ্যে মিলবে বাহারি সব ট্রাভেল ও ল্যাপটপ ব্যাগ।
-
কোথায়ও দোকান থাকবে আর সেখানে মেয়েদের জন্য আলাদা কিছু থাকবে না সেটা অসম্ভব। ফুটপাতের মধ্যে রয়েছে মেয়েদের সাজগোজের আলাদা দোকান।
-
বাবা কিংবা নানা-দাদার জন্য কিনে নিতে পারেন আতর, তসবিহ অথবা পছন্দের টুপি। যা ১০০-১৫০ টাকার মধ্যেই পেয়ে যাবেন এই ফুটওভার ব্রিজের ছোট্ট দোকানগুলোতে।
-
রয়েছে বাহারি সানগ্লাস। কিনতে পারবেন মাত্র ২০০-৩০০ টাকার মধ্যে।
-
প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য বেছে নিতে পারেন পছন্দের ঘড়ি। ৩০০-১০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন আপনার প্রিয় ঘড়িটি।
-
চামড়ার মানিব্যাগসহ মিলবে ছেলেদের স্টাইলিশ সব পণ্য।
-
রয়েছে সফটটয়সহ ছোটদের খেলনা।
-
এতকিছুর মধ্যে আপনার নজর কাড়বে ছোট ছোট চার্জার ফ্যান ও ইলেকট্রনিক্সের সব পণ্য।