শাপলা বিলে নওশাবার সাদা সৌন্দর্য
বাংলাদেশি অভিনয়জগতে কাজী নওশাবা আহমেদ এক অনন্য নাম। তার সৌন্দর্য কেবল বাইরের নয়; আত্মবিশ্বাস, সরলতা আর মায়াবী আবেগ মিলে তিনি যেন এক অন্যরকম আবেদনময়ী শিল্পী। প্রকৃতির প্রতি ভালোবাসা তাকে আরও আলাদা করে তোলে। সম্প্রতি শাপলা বিলে ধারণ করা কিছু ছবিতে ফুটে উঠেছে সেই সাদা সৌন্দর্যের মুগ্ধতা। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
-
শাপলার বুকে সাদা পোশাকের সাজে পুরোপুরি স্বচ্ছন্দ নওশাবা। ফুলের আড়ালে দাঁড়িয়ে একেবারেই হালকা মেকআপে ধরা দিয়েছেন তিনি।
-
নিজেকে সাজিয়েছেন প্রকৃতির রঙে, ফুল যেন তার অলংকার। ধবধবে পোশাকে তিনি যেন শাপলার সঙ্গে মিলেমিশে একাকার।
-
সাদা স্কার্ট আর টপে তিনি হয়ে উঠেছেন আকর্ষণীয় এক প্রতিচ্ছবি। পানিতে পা ডুবিয়ে নির্মল আনন্দে ডুবে আছেন তিনি।
-
নৌকায় চড়ে শাপলা বিলে ভেসে বেড়ানো নওশাবার দৃষ্টি মুগ্ধ করেছে ভক্তদের। খোলা চুলে একরাশ স্বাধীনতার ছোঁয়া, মুখভরা স্বতঃস্ফূর্ততা।
-
লাল শাপলার পাশে সাদা পোশাকে দাঁড়িয়ে তুলেছেন রঙের অনন্য সমন্বয়। প্রকৃতির স্নিগ্ধতায় ভেসে আসা এক শ্বেতশুভ্র রূপে দেখা গেছে নওশাবাকে।