মিষ্টি হাসি থেকে বোল্ড ফ্যাশন, সব রূপেই মুগ্ধতা ছড়ান তানিয়া
একটি হাসি বদলে দিতে পারে কারও মন। আর যদি সেই হাসির মালিক হন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি, তাহলে তো কথাই নেই। টেলিভিশনের পর্দা হোক কিংবা সামাজিক মাধ্যম সর্বত্রই তার উপস্থিতি চোখ টানে, মন জয়ে বাধ্য করে। মিষ্টি, প্রাণবন্ত কিংবা রহস্যময়, যেকোনো রূপেই অনায়াসে মোহিত করেন দর্শক ও অনুরাগীদের। ছবি: ফেসবুক থেকে
-
২০১৫ সালে অভিনয়ে পা রাখা এই প্রতিভাবান অভিনেত্রী এখন বাংলা নাটকের পরিচিত ও পছন্দের মুখ।
-
ছোটপর্দায় তার সফর শুরু হয়েছিল সাদামাটা চরিত্র দিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলেছেন তিনি। কেবল অভিনয় নয়, ফ্যাশন সেন্স, ক্যামেরার সামনে আত্মপ্রকাশ এবং নিজের ব্যক্তিত্ব দিয়ে তানিয়া আজ নিজেই এক স্টাইল আইকন।
-
ইনস্টাগ্রাম খুললেই বোঝা যায়, পর্দার বাইরে আরেকটি জীবন্ত, সাহসী এবং আত্মবিশ্বাসী তানিয়া বৃষ্টি বাস করেন।
-
কখনো ট্র্যাডিশনাল শাড়িতে স্নিগ্ধ এক নারী, কখনো বা অফ দ্য শোল্ডার হট পিংক ড্রেসে ঝলমলে ‘ডিভা’। যে লুকেই আসুন না কেন, নিজের ছায়া নিজেই অতিক্রম করে যান এই অভিনেত্রী।
-
আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে থাকা তানিয়া যেন বোঝাচ্ছেন নারীর রূপ কেবল পোশাকে নয়, চোখের ভাষা, অভিব্যক্তি ও মনোভাবেও।
-
তানিয়ার হাসি, তার চোখের কোমলতা, কিংবা চুলে গুঁজে রাখা একটি ফুল সব মিলিয়ে তাকে যেন ক্যামেরা নয়, হৃদয় দিয়ে ধারণ করতে হয়।
-
অনেকেই হয়তো ভাবেন, অভিনেত্রীরা সবসময় গ্ল্যামারাস হতে বাধ্য। কিন্তু তানিয়া বৃষ্টি দেখিয়েছেন, একজন শিল্পী চাইলে কিউট, সিম্পল, গ্ল্যামারাস কিংবা বোল্ড সব রূপেই দর্শকের মন জয় করতে পারেন।
-
তার এই বৈচিত্র্যময় উপস্থিতি কেবল ব্যক্তিগত রুচির বহিঃপ্রকাশ নয়, বরং এটি একটি বার্তা নিজেকে ভালোবাসার, নিজের মতো করে বাঁচার এবং নিজের প্রতিভা ও সৌন্দর্যকে আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করার।
-
তানিয়া বৃষ্টি অভিনয়ে যেমন সাবলীল, তেমনি বাস্তব জীবনেও মাটির মানুষ। সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল, সিনিয়রদের কাছে শিখতে আগ্রহী, এবং তরুণদের অনুপ্রেরণা হয়ে উঠতে আগ্রহী এই অভিনেত্রী মিডিয়ার বাইরেও একজন সংবেদনশীল ও আত্মবিশ্বাসী নারী
-
তার ফ্যাশন স্টেটমেন্ট, ছবি তোলার ধরন এমনকি ক্যাপশনেও ফুটে ওঠে এক ধরণের কাব্যময়তা। তানিয়া জানেন, প্রতিটি ছবি একটি গল্প বলে, আর সেই গল্পের মধ্যেই লুকিয়ে থাকে তার দর্শকদের সঙ্গে সংযোগের সূত্র।