মেহজাবীনের রূপে মগ্ন ভক্তরা
বাংলাদেশের টেলিভিশন ও ওটিটি অঙ্গনের অন্যতম সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিনয়শৈলী নিয়ে আলাদা করে বলার কিছু নেই। চরিত্রের ভিন্নতা দিয়ে তিনি যেমন দর্শকের মন জয় করেছেন, তেমনি সৌন্দর্য ও স্টাইল দিয়েও বারবার হয়েছেন আলোচনায়। সম্প্রতি আবারও ঝলমলে এক গ্ল্যাম লুকে দেখা মিলল এই তারকার। ছবি: ফেসবুক থেকে
-
টারকোয়েজ নীল রঙের ফ্লোর-লেংথ গাউনে যখন মঞ্চে আবির্ভূত হলেন তিনি, তখন উপস্থিত সবাই যেন চোখ ফেরাতে ভুলে গিয়েছিলেন।
-
অফ-শোল্ডার ডিজাইনের পোশাকটিতে রুপালি সিকুইনের ঝলক তার রূপকে এনে দিয়েছে এক নতুন মাত্রা।
-
লুক সম্পূর্ণ করতে মেহজাবীন ভরসা রেখেছেন মেকআপ আর্টিস্ট জাহিদ খানের সফট গ্ল্যাম মেকওভারে।
-
চোখে শিমারি আইশ্যাডো আর নিখুঁত আইলাইনার, ঠোঁটে ন্যুড পিঙ্ক লিপকালার, সঙ্গে ব্লাশ অন ও হাইলাইটারের কোমল ছোঁয়া-সব মিলিয়ে সাজটিতে ফুটে উঠেছে তার স্বাভাবিক দীপ্তি।
-
চুলে বেছে নিয়েছেন স্টাইলিশ বান হেয়ারস্টাইল, যা পুরো লুককে করেছে আরও আকর্ষণীয়। গয়নায় ছিল সাদামাটা স্পর্শ, কানে হীরের স্টাড আর হাতে স্টেটমেন্ট আংটি।
-
হাতে শোভা পেয়েছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড জিম্মি চু’র বিলাসবহুল ব্যাগ, যা পোশাকের রঙের সঙ্গে মানিয়ে গিয়েছে দারুণভাবে।