পূজার আবেশে মন্দিরা চক্রবর্তী
শারদীয় দুর্গোৎসব মানেই আনন্দ, সাজসজ্জা আর নতুন কিছু মুহূর্ত জমিয়ে রাখার সময়। আর সেই উৎসবের আবহে এবার দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি শেয়ার করেছেন একগুচ্ছ ছবি, যেখানে ধরা দিয়েছে পূজার উচ্ছ্বাস, বাঙালির চিরচেনা আবেগ এবং রূপের এক ভিন্ন আবহ। ছবি: মন্দিরার ফেসবুক থেকে
-
অষ্টমীর সকালে লালপাড় সাদা শাড়িতে সেজে উঠেছিলেন মন্দিরা। শাড়ির ঐতিহ্য আর সাজের অনন্য গাম্ভীর্যে তিনি যেন নিজেই পূজার আনন্দের প্রতীক হয়ে উঠেছেন।
-
ক্যাপশনে লিখেছেন, ‘শুভ অষ্টমী। মঙ্গল হোক সবার।’ কয়েকটি সহজ বাক্য, তবু যেন মনের ভেতর পৌঁছে দেয় পুজোর সার্বজনীন আনন্দবার্তা।
-
এইবারের ছবিগুলোতে আরেকটি বিশেষ দিক নজর কাড়ে। শহুরে মণ্ডপের কোলাহল নয়, বরং একটি বিলে দাঁড়িয়ে তিনি দিয়েছেন ক্যামেরার সামনে পোজ।
-
প্রকৃতির শান্ত স্নিগ্ধতায় ভর করে তার উপস্থিতি যেন মনে করিয়ে দেয়-পূজা শুধু আলো ঝলমলে আয়োজন নয়, এটি মনেরও উৎসব।
-
শুধু অষ্টমীর নয়, ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নবমীর সাজও।
-
ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নবমী’।
-
ফুলস্লিভ ও ব্যাকলেস ব্লাউজের সঙ্গে নীল শাড়িতে অপরূপ লাগছে তাকে।
-
মন্দিরা চক্রবর্তীকে দর্শকরা ইতিমধ্যেই চেনেন টেলিভিশন ও মঞ্চের পরিচিত মুখ হিসেবে। অভিনয়ে তার স্বাভাবিকতা, সংলাপে প্রাণবন্ত ভঙ্গি এবং চিরচেনা হাসি তাকে বিশেষ করে তুলেছে।
-
শুধু অভিনয় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নিয়মিত সক্রিয়। নিজের কাজ, ব্যক্তিগত কিছু মুহূর্ত কিংবা উৎসবের আনন্দ-সবকিছুই ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন তিনি।
-
এবার দুর্গাপূজা উপলক্ষে তার নতুন ছবি ঘিরে ভক্তরা ভরে দিচ্ছেন শুভেচ্ছা আর প্রশংসায়। কেউ লিখছেন, ‘দারুণ লাগছে আপনাকে, একেবারে পুজোর আবহ ছড়িয়ে দিচ্ছেন।’ আবার কেউ বলছেন, আপনিই আমাদের অষ্টমীর সাজ।’
-
বছরের এই সময়ের অপেক্ষায় থাকে বাঙালিরা। পূজার দিনগুলো তাই প্রত্যেকের জীবনে বয়ে আনে নতুন উদ্দীপনা। আর অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সেই আনন্দের মুহূর্তকেই আরও রঙিন করে তুলেছেন নিজের উপস্থিতি আর শুভেচ্ছাবার্তায়।
-
পূজার শেষে যেমন থাকে আশীর্বাদে ভরা বিদায়, তেমনি মন্দিরার ছবিগুলোও যেন মনে করিয়ে দিচ্ছে-জীবন যত ব্যস্ততাই থাকুক না কেন, আনন্দ খুঁজে নিতে হয় ছোট ছোট মুহূর্তে, পূজার রঙে আর আপনজনের ভালোবাসায়।