মেরুনের ফ্লোরাল কারুকাজে মোহময় সাফা
সময় যেন থমকে গেছে তার সৌন্দর্যের জাদুতে। জমকালো সাজে এলিগ্যান্ট উপস্থিতিতে ধরা দিলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। ফ্যাশনপ্রেমীদের চোখে আজ তিনি এক অন্য রূপে-দেশীয় বিলাসবহুল ব্র্যান্ড ‘বাটারফ্লাই বাই সাগুফতা’র মনোমুগ্ধকর মেরুন শাড়িতে। ছবি: সাফার ফেসবুক থেকে
-
মেরুনের গভীর রঙে মিশেছে সোনালি জরি ও সিকুইনের ঝলমলে কারুকাজ শাড়ির পাড়জুড়ে যেন ফুটে উঠেছে ফ্লোরাল আভিজাত্য।
-
ঐতিহ্য আর আধুনিকতার নিখুঁত মেলবন্ধনে তৈরি এই পোশাকে সাফা কবির হয়ে উঠেছেন একেবারে সমসাময়িক ফ্যাশন আইকন।
-
শাড়ির সঙ্গে মানানসই ভেলভেটের স্লিভলেস ব্লাউজে রয়েছে সূক্ষ্ম বিডস ও সিকুইনের পরিপাটি কাজ, যা পুরো লুকটিকে করেছে আরও মোহনীয়।
-
সাজের পরিপূর্ণতা এনে দিয়েছে স্বনামধন্য মেকআপ আর্টিস্ট জাহিদ খান মেকওভারের গ্ল্যাম টাচ। নিখুঁতভাবে সাজানো ভ্রু, চোখে শিমারি আইশ্যাডো ও মাসকারার ছোঁয়া-লেন্স পরা দৃষ্টিতে কাজলের রেখা যেন এক রহস্যের আবরণ।
-
ঠোঁটে ন্যুড লিপস্টিকের মোলায়েম আভা, সঙ্গে ব্লাশ অন আর হাইলাইটারের হালকা ঝিলিক-সব মিলিয়ে এক অসাধারণ গ্লো তৈরি করেছে তার মুখে।
-
চুল বাঁধা হয়েছে স্টাইলিশ স্লিক বানে, যা পুরো লুকের ভারসাম্য বজায় রেখেছে। কানে দুলছে সোনালি ঝোলানো দুল, হাতে রইল সূক্ষ্ম চুড়ি ও আংটির ছোঁয়া-এই ছোট ছোট ডিটেইলসেই সম্পূর্ণ হয়েছে তার আভিজাত্যের গল্প।