কাফতানের রাজকীয় সাজে অপরূপ পরীমনি
নিজের জীবনযাপন আর ব্যক্তিত্বের জোরেই যেন এক অনন্য জায়গায় পৌঁছেছেন ঢালিউড তারকা পরীমনি। বিয়ে-বিচ্ছেদ নিয়ে যত কথাই উঠুক না কেন, তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। এখন তিনি আরও আত্মবিশ্বাসী, আরও পরিণত, নিজের প্রতি ভালোবাসা আর সন্তানদের নিয়ে গড়া এক পরিপূর্ণ জগতে বাস করেন তিনি। সম্প্রতি অভিনয়ে অর্জন করেছেন পুরস্কারও। ঠিক এই সময়েই সামাজিক মাধ্যমে আবারও তোলপাড় তার ব্যক্তিগত জীবন নিয়ে। তবে পরীমনি যেন এসব আলোচনার ঊর্ধ্বে-নিজের মতো করে উজ্জ্বল হয়ে ওঠেন প্রতিবারই। ছবি: পরীর ফেসবুক থেকে
-
সম্প্রতি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন কয়েকটি চোখধাঁধানো ছবি। জলপাই রঙের সিল্ক কাফতানে মোড়ানো পরীমনি সেখানে যেন সৌন্দর্যের অন্য সংজ্ঞা লিখে দিয়েছেন।
-
ক্যাপশনে লিখেছেন, ‘তারা দেখে, হেইট করে, তারপর কপিও করে।’
-
এক বাক্যেই যেন বলে ফেললেন পুরো বাস্তবতা। হেটারদের নজর যেমন সবসময় তার দিকে, তেমনি স্টাইল আইকন হিসেবেও তিনি নকলের শীর্ষ তালিকায়।
-
ছবিগুলোয় দেখা যায়, পরীমনি পরেছেন জলপাই সবুজ পুরো দৈর্ঘ্যের কাফতান, যার গলায় ডিপনেক ডিজাইন, শর্ষে রঙের স্যাটিন বর্ডার আর কোমরে সাদা স্টোনে জড়ানো স্টাইলিশ বেল্ট।
-
চুলের দুই পাশে খোলা স্ট্র্যান্ডস, কানে লম্বা স্টেটমেন্ট দুল, চোখে গাঢ় আইলাইনার আর ঠোঁটে মেরুন লিপকালার-সব মিলিয়ে এক অনন্য বোল্ড অথচ নান্দনিক আবেদন।
-
দেখলে মনে হয়, নিজের লুকের যাদু তিনি নিজেই জানেন, আর সেটাই যেন তার আত্মবিশ্বাসের উৎস। সত্যিই, এই কাফতান লুকে পরীমনি শুধু অপরূপ নন, তিনি যেন নিজের সৌন্দর্য আর সাহস দিয়ে এক নতুন গল্প লিখে গেছেন।