শাড়ির রাজকীয় সাজে আবেদনময়ী সাবিলা
স্পটলাইটই পুরোটাই যেন নিজের করে নিলেন ‘তান্ডব’ অভিনেত্রী সাবিলা নূর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খ্যাতিমান ডিজাইনার সাফিয়া সাথীর শাড়ি ও জাহিদ খান ব্রাইডাল মেকওভারের সাজে যেন অনন্য আবেদন ছড়ালেন এই নায়িকা। ছবি: সাবিলার ফেসবুক থেকে
-
সাফিয়া সাথীর ব্রাইডাল-অনুপ্রাণিত কালেকশন মানেই আলাদা আভিজাত্য। পোড়ামাটির শেডের ক্রাশড সিল্ক শাড়িতে জমকালো পাড়-আঁচল, তাতে কারুকার্যপূর্ণ কলকার নকশা-সব মিলিয়ে সাবিলার সাজে এসেছে এক রাজকীয় ঔজ্জ্বল্য।
-
শাড়ির সঙ্গে মিলিয়ে সাবিলা পরেছেন লাল বেনারসী ব্লাউজ, যার ব্যাকলেস ডিজাইন ও স্ট্রিং ডিটেইলস নজর কাড়ার মতো।
-
অলঙ্কারের দিক থেকেও বেছে নিয়েছেন সাদামাটা অথচ দৃষ্টিনন্দন সংযোজন। লম্বা ঝুলের বড় কানবালা, হাতে চুড়ি, আর গলা ফাঁকা রাখা-যা ব্লাউজের নেকলাইনের এমব্রয়ডারিকে আরও উজ্জ্বল করে তুলেছে।
-
রূপসজ্জায় ছিলেন বিউটি এক্সপার্ট জাহিদ খান। তার টাচে সাবিলার লুকে এসেছে এক মোহনীয় আভা। গাঢ় কাজল আর মাসকারায় ড্রামাটিক আই মেকআপ, ছোট্ট লাল টিপ, হালকা ব্রিক-রেড লিপস্টিক-সব মিলিয়ে ফুটে উঠেছে সাবিলার দীপ্ত সৌন্দর্য। মাথার উলটে বাঁধা খোঁপা সাজকে করেছে আরও পরিপাটি।
-
সবশেষে বলা যায়, এই শাড়ি-লুকে সাবিলা নূর যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন আর দর্শকরাও তার সৌন্দর্যে ডুবেছে।