সোনার দামে থমকে আছে বিয়ের স্বপ্ন, জানুন বিকল্প উপায়

প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১২ অক্টোবর ২০২৫ আপডেট: ১১:০৯ এএম, ২৯ অক্টোবর ২০২৫

সোনার গয়না যেন বিয়ের সাজের এক অবিচ্ছেদ্য অংশ। সোনার হার, বালা, আংটি ছাড়া যেন সাজই অসম্পূর্ণ। কিন্তু সময় বদলেছে, আর সেই সঙ্গে বদলেছে সোনার দামও। এখন ভরি প্রতি সোনার দাম দুই লাখ টাকারও বেশি, ফলে অনেকে বিয়ের বাজেট সামলাতে হিমশিম খাচ্ছেন। তবে সুখবর হলো-সোনা ছাড়া বিয়েও হতে পারে ঝলমলে, রুচিশীল আর একদম নিজের মতো করে। চলুন জেনে নেই সোনা ছাড়াই বিয়েকে বিশেষ করে তোলার বিকল্প উপায়। ছবি: ক্যানভা এআই