ওয়ান শোল্ডার গাউনে নজরকাড়া হৃদি
বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হৃদি শেখ শুধু মঞ্চে নাচের জাদুতে নয়, বরং অনন্য ফ্যাশন সেন্সেও দর্শকের মন জয় করে নিয়েছেন। দেশ-বিদেশের অগণিত ভক্তের চোখে তিনি একাধারে নৃত্যতারকা, আবার সৌন্দর্যের আইকনও। সম্প্রতি খ্যাতনামা ডিজাইনার সাফিয়া সাথীর ডিজাইন করা এক ঝলমলে কাতান গাউনে হৃদির উপস্থিতি যেন রূপকথার মতোই লেগেছে। ছবি: হৃদির ফেসবুক থেকে
-
গাঢ় লাল আর সোনালি ঝলমলে কারুকাজে সাজানো এই ওয়ান শোল্ডার গাউনটি তৈরি হয়েছে ঐতিহ্যবাহী কাতান শাড়ির বুনন থেকে। সূক্ষ্ম জরির ফুলেল নকশা ও নিখুঁত ফিটিং যেন পোশাকটিকে দিয়েছে এক ভিন্ন মর্যাদা।
-
গাউনটির পাফড ফুলস্লিভ পুরো লুকটিকে রাজকীয় মাত্রা এনে দিয়েছে, আর র্যাপ-স্টাইলে ব্যবহার করা জমকালো কাতানপাড়ে ফুটে উঠেছে ডিজাইনারের সৃজনশীল ছোঁয়া।
-
নজর কাড়ার মতো থাই-স্লিটের সঙ্গে আঁচলকে লম্বা ট্রেন আকারে সাজানো হয়েছে, যা লুকটিতে এনেছে নাটকীয় আবেদন। গয়না নির্বাচনে হৃদি রেখেছেন সাদামাটা অথচ আভিজাত্যে ভরা ছাপ। কানে সোনালি ঝুমকা, নাকে ছোট্ট নাকফুল, হাতে একগুচ্ছ চুড়ি আর আংটি।
-
জুতায়ও মিলিয়েছেন নতুনত্ব, রুশ নি-হাই হিল বুটে পাওয়া গেছে সাহসী কিন্তু স্টাইলিশ এক্সপ্রেশন। হাতে রাখা সোনালি ব্যাগ পোশাকের সঙ্গে দারুণ মানিয়েছে
-
মেকআপের ক্ষেত্রেও ফুটে উঠেছে পরিমিত সৌন্দর্য। স্মোকি আইলাইনারে চোখের গভীরতা, গ্লসি ঠোঁট, হালকা ব্লাশঅন আর খোঁপায় বাঁধা চুল-সব মিলিয়ে তিনি যেন একেবারে সিনেমার চরিত্র হয়ে উঠেছেন।
-
ফ্যাশনপ্রেমীদের চোখে এ লুক নিঃসন্দেহে হৃদিকে দিয়েছে নতুন উচ্চতা-যেখানে মিশে গেছে ঐতিহ্য, আধুনিকতা আর রাজকীয়তা।