হট পিংকে মুগ্ধতা ছড়ালেন সুনেরাহ
সবসময় নিজের আলাদা উপস্থিতিতে চমকে দেন সুনেরাহ বিনতে কামাল। ফ্যাশন যখন শুধুই পোশাক নয়, বরং নিজেকে প্রকাশের এক শিল্প-সেই জায়গাতেই সুনেরাহ যেন এক সাহসী শিল্পী। প্রতিবারই নতুনভাবে নিজেকে মেলে ধরেন তিনি। সম্প্রতি তার সবশেষ ফটোশুটেও ফুটে উঠেছে সেই আত্মবিশ্বাসী আভা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
গ্ল্যামার আর গরিমার এই নতুন রূপে সুনেরাহ যেন এক উজ্জ্বল অনুপ্রেরণা। হট পিংক রঙের মোনোক্রোম পোশাকে তিনি একসঙ্গে আধুনিক, পরিশীলিত ও দৃপ্ত। ন্যুডল স্ট্র্যাপের আকর্ষণীয় ক্রপ টপের ওপর ওভারসাইজড ব্লেজারের লেয়ার-যেন পরিমিতির ভেতরে সাহসের গল্প। এর সঙ্গে মানিয়েছে সিকুইন সাজানো হাইওয়েস্ট বটম, যা পুরো লুকটিকে দিয়েছে এক ঝলমলে ভারসাম্য।
-
মেকআপে ছিল স্বাভাবিক সৌন্দর্যের মাধুর্য। ন্যুড টোনে সাজা মুখ, সফট ব্রাউন আইশ্যাডো আর হালকা মাশকারায় চোখের দৃষ্টি যেন আরও গভীর। ঠোঁটে ন্যুড লিপ কালার-সৌন্দর্যকে রেখেছে পরিমিত অথচ আকর্ষণীয়। আর সবশেষে ব্যাংস হেয়ারস্টাইল-যা এই পুরো লুকের কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে এক তরুণ, প্রাণবন্ত ছোঁয়া।
-
অল্প গয়নায়ও কতটা গ্ল্যামার ছড়ানো যায়-সেটাও যেন দেখিয়ে দিলেন সুনেরাহ। কানে ছোট্ট স্টাড, হাতে ব্রেসলেট আর আংটি-সব মিলিয়ে এক অনাড়ম্বর অথচ পরিশীলিত স্টেটমেন্ট।
-
এই লুকের পেছনে ছিল অরা বিউটি লাউঞ্জের সূক্ষ্ম মেকআপ ম্যাজিক, আর পোশাকে সেলেব্রিটি চয়েসের পরিশীলিত ছোঁয়া।
-
সুনেরাহ আবারও প্রমাণ করলেন-ফ্যাশন মানে কেবল ট্রেন্ড নয়, বরং নিজের ভেতরের আত্মবিশ্বাসকে সুন্দরভাবে প্রকাশ করার এক অনন্য উপায়।