ডার্ক চকলেট ড্রেসে আবেদনময়ী মিম

প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ আপডেট: ১২:১৫ পিএম, ২৯ নভেম্বর ২০২৫

শীতের মৃদু আমেজে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। লাস্যময়ী উপস্থিতি আর অনবদ্য ফ্যাশন সেন্সে তিনি বরাবরই নজর কাড়েন, তবে এবার তার ডার্ক চকলেট–ব্রাউন ড্রেসে হাজির হওয়া লুক যেন ভক্তদের চোখ আটকে দিয়েছে আরও দৃঢ়ভাবে। ঝলমলে আলো, মেটালিক প্রতিফলন আর সিলুয়েট-ফিটেড এই আউটফিটে মিম ফুটিয়ে তুলেছেন এমন এক পরিশীলিত গ্ল্যামার, যা শীতের শুরুতেই ফ্যাশনপ্রেমীদের জন্য অনুপ্রেরণায় ভরপুর। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে