ডার্ক চকলেট ড্রেসে আবেদনময়ী মিম
শীতের মৃদু আমেজে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। লাস্যময়ী উপস্থিতি আর অনবদ্য ফ্যাশন সেন্সে তিনি বরাবরই নজর কাড়েন, তবে এবার তার ডার্ক চকলেট–ব্রাউন ড্রেসে হাজির হওয়া লুক যেন ভক্তদের চোখ আটকে দিয়েছে আরও দৃঢ়ভাবে। ঝলমলে আলো, মেটালিক প্রতিফলন আর সিলুয়েট-ফিটেড এই আউটফিটে মিম ফুটিয়ে তুলেছেন এমন এক পরিশীলিত গ্ল্যামার, যা শীতের শুরুতেই ফ্যাশনপ্রেমীদের জন্য অনুপ্রেরণায় ভরপুর। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
ঝলমলে আলোয় ধরা দেওয়া মিম পরেছেন ডার্ক চকলেট-ব্রাউন শিয়ার বডি-ফিটেড ড্রেস, যা শীতের শুরুতেই পার্টি-লুকের আদর্শ বাছাই হতে পারে। হালকা মোটা ফেব্রিকের এই ড্রেস সিলুয়েটকে ধরে রাখলেও অপ্রয়োজনীয় ভার যোগ করেনি। শীতল ঠান্ডা বাতাসে এমন ফিটেড আউটফিট শরীরের উষ্ণতা বজায় রাখে, আবার গ্ল্যামারও হারায় না।
-
শীতের সাজে ভারী বা ঝকঝকে স্বর্ণের টোন দারুণ মানিয়ে যায়। মিমের লুকে এটি আরও স্পষ্ট।
-
বড় ফ্লোরাল ইয়াররিং, তারকা–ফুলের নকশার ব্রেসলেট, আংটি সবকিছুই গোল্ড-টোনের উষ্ণতা বাড়িয়ে তুলেছে। নেকলাইনে পরা মিনিমাল কিন্তু শৈল্পিক কার্ভড নেকপিস শীতের পোশাকের সঙ্গে সুন্দরভাবে ব্যালান্স তৈরি করেছে।
-
শীতের আবহে স্কিনে পানির উজ্জ্বলতা একটু কমে আসে। তাই অনেকেই বেছে নেন ব্রোঞ্জি বা ডিউই মেকআপ। মিমের মেকআপেও সেই ট্রেন্ড ফুটে উঠেছে। শিমারি ব্রোঞ্জ আইশ্যাডো, উইংড লাইনার আর ঘন আইল্যাশ চোখে এনেছে আকর্ষণীয় গভীরতা। ঠোঁটে কোরাল রেড-যা শীতের রাতের জমকালো পরিবেশে একেবারে উপযোগী।
-
ড্রেস ও গয়নার স্টেটমেন্ট ধরিয়ে রাখতে তিনি বেছে নিয়েছেন ক্ল্যাসিক স্লিক বান। শীতে এমন হেয়ারডু খুবই কার্যকর। চুল মুখে না পড়ায় পোশাক, স্কার্ফ বা আউটারলেয়ারের সৌন্দর্য আরও ফুটে ওঠে। মিমের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে।
-
মিনিমাল কাটের এই সিলুয়েট ড্রেস শীতের দিনে গ্ল্যাম লুক তৈরিতে যথেষ্ট। ঠান্ডা আমেজে বডি-হাগিং আউটফিট যেমন উষ্ণতা দেয়, তেমনি অ্যাকসেসরিজের গোল্ড টোন পুরো সাজে যোগ করে নিয়ন্ত্রিত ঝলক।