ছবিতে মেহজাবীনের উইন্টার লুক
দুর্দান্ত অভিনয়-স্টাইল আর সৌন্দর্য দিয়ে ভক্তদের মুগ্ধ করতে দক্ষ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবারও হয়নি তার ব্যতিক্রম। শীতের শুরুই ধরা দিয়েছেন স্টাইলশ রুপে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বেশকিছু ছবি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
ডেনিমের গাঢ় নীল করসেট–স্টাইল টপের সঙ্গে মেহজাবীন বেছে নিয়েছেন ক্রিম–হিউর নরম নিটেড কার্ডিগান ও স্কার্ট; যার মোলায়েম নকশা যেন পুরো লুককেই দিয়েছে এক উষ্ণ, স্নিগ্ধ অনুভূতি।
-
এই লুকে মেহজাবীনের পোশাক নির্বাচনে লক্ষণীয় বিষয় হলো আরাম আর স্টাইলকে সমান গুরুত্ব দেওয়া।
-
ডেনিম টপের স্ট্রাকচার্ড কাট তার ব্যক্তিত্বের দৃঢ়তাকে ফুটিয়ে তোলে, আর ওপরে দেওয়া হালকা নিট কার্ডিগান এনে দেয় শীতের আরাম। স্কার্টের বোনা ডিজাইন পুরো আউটফিটে তৈরি করেছে এক নরম ছন্দ, যা তার স্বাভাবিক সৌন্দর্যের সঙ্গে দারুণ মানিয়ে যায়।
-
অ্যাক্সেসরিজেও ছিল মেহজাবীনের চিরচেনা মিনিমালিজম। ছোট্ট পার্ল–ইয়াররিংস, সোনালি ব্রেসলেট আর কোমল টোনের গ্ল্যাম মেকআপ-সব মিলিয়ে তার সাজটি হয়ে উঠেছে ‘সফট গ্লো’। খোলা চুলের স্বাভাবিক উড়ন্ত ভঙ্গি এই লুককে আরও জীবন্ত করেছে।
-
ফুল হাতে ধরা বা পাশে রাখা ছোট উপাদানগুলো তার ফটোশুটকে দিয়েছে নারীত্বের নরম পরশ। মনে হয় যেন শীতের সন্ধ্যায় নিজের মতো করে সাজের সঙ্গে সময় কাটাচ্ছেন স্বাভাবিক, প্রশান্ত, কিন্তু একই সঙ্গে স্টাইলিশ।