ঐশীর চোখজুড়ানো স্টাইলের ঝলক
২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব জিতে নেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এরপর থেকে পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। মডেলিং জগতে নিজের উজ্জ্বল উপস্থিতি ধরে রেখেছেন এবং সবসময়ই সবার নজর কেড়েছেন। পরবর্তীতে পা রাখেন অভিনয় জগতে আর আজ তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে, আসন্ন ওয়েবফিল্ম ‘নূর’ এর মাধ্যমে। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
টিজারে দেখা যায়, অভিনেতা আরিফিন শুভর সঙ্গে রোমান্টিক দৃশ্য এবং বিশেষ করে চুমুর মুহূর্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ-এ রায়হান রাফির পরিচালনায় প্রকাশিত ফার্স্ট লুক, টিজার এবং ফটোশ্যুটের ছবিগুলো এখন ভাইরাল।
-
পীচরঙা শাড়িতে অভিনেতা আরিফিন শুভর সঙ্গে ফটোশ্যুট করেছেন ঐশী। ম্যাচিং লেস বসানো ব্লাউজের ছিমছাম লুকে নায়িকাকে বেশ রোমান্টিক মুডে দেখা যায় নায়কের সঙ্গে।
-
ঐশীর গ্ল্যামারাস ও স্নিগ্ধ লুকের সংমিশ্রণ সবসময়ই নজর কাড়ে।
-
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলোতে দেখা যায় তার স্টাইল, চোখজুড়ানো পোজ এবং ফ্যাশনের নিখুঁত সমন্বয়।
-
লাল লেসের শাড়ির সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজে অপরূপ ঐশী।
-
মেরুন স্লিভলেস ড্রেসে আবেদন ছড়াচ্ছেন এই অভিনেত্রী।
-
স্লিভলেস সাদা টপ আর মভ স্যাটিন স্কার্টের সঙ্গে মানানসই হিলসের গ্ল্যাম লুকে দারুণ লাগছে এই সুন্দরীকে।