সঙ্গীকে কেন ‘টেডি’ উপহার দেবেন?
ভ্যালেন্টাইনস সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে টেডি দিবস বিবেচিত। এই দিবসের পেছনের কারণটির সঙ্গে রোমান্টিক দম্পতি বা প্রেমের গল্পের কোনো সম্পর্ক নেই। ছবি: সংগৃহীত
-
মার্কিন রাষ্ট্রপতি থিওডোর ‘টেডি’ রুজভেল্টের নামানুসারে নরম খেলনাটি তৈরি করা হয়েছিল। রাষ্ট্রপতির শিকার ভ্রমণের সময় প্রাণী হত্যা না করার সিদ্ধান্তকে সম্মান জানাতেই টেডি বিয়ার প্রথম তৈরি করা হয়।
-
ইতিহাস যাই হোক না কেন, টেডি ডে হলো ভ্যালেন্টাইনস সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ দিন।
-
এদিন প্রিয়জনের হাতে একটি টেডি তুলে দিতে পারেন। তবে কেন টেডি উপহার দেবেন?
-
একটি টেডি শুধু নরম খেলনা নয় বরং আপনার অনুপস্থিতি সঙ্গীকে উষ্ণ আলিঙ্গন দেয়। এমনকি টেডি কোলের ভেতর নিয়ে ঘুমালেও ভালো ঘুম হয়।
-
আবার মাঝে মধ্যে আপনার অবর্তমানে উপহার দেওয়া পুতুলটির সঙ্গে কথা বলেও কিন্তু সঙ্গী সময় কাটাতে পারেন।
-
বিশেষজ্ঞরা বলছেন, নারীরা টেডির সঙ্গে কথা বলতে পছন্দ করেন ও এটি তাদের ‘হ্যাপি আওয়ার’ হয়ে ওঠে।
-
টেডি বিয়ারের বদলে অন্য যে কোনো টেডিও দিতে পারেন সঙ্গীকে। প্রেমিকা কিংবা সঙ্গীর জন্য টেডি কিনতে হলে বেছে নিতে পারেন ইউনিকর্ন। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নরম খেলনা এটি।
-
হার্ট আকৃতির টেডিও উপহার হিসেবে দিতে পারেন সঙ্গীকে। এ ধরনের টেডি দেখলেই সঙ্গীর মন ভালো হয়ে যাবে।