প্রিয় মানুষকে কথা দেওয়ার দিন আজ
আজ ১১ ফেব্রুয়ারি, ‘প্রমিস ডে’। প্রিয়জনকে কথা দেওয়ার দিন। ছবি: সংগৃহীত
-
দিনটি প্রেমের সম্পর্কের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ ভালোবাসার মানুষকে নিয়ে একসঙ্গে পথচলার প্রতিজ্ঞা হবে আজ।
-
যদিও ভালোবেসে যত সহজে কথা দেওয়া হয় সেটি রক্ষা করার সময় দেখা যায় বিষয়টি তত সহজ নয়। সত্যিকথা বলতে- অনুভূতি প্রকাশের কোনো নির্দিষ্ট দিন বা সময় হয় না। তারপরও বিশ্বব্যাপী বিশেষ কিছুদিনকে নির্ধারিত করা হয় উদযাপন করার জন্য।
-
ভুল বোঝাবুঝি এড়িয়ে সম্পর্ক মজবুত করার পরিকল্পনা থেকেই এই দিবসটি সূচনা।
-
ভালোবাসা দিবসের আগে প্রিয়জনের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিতে দিনটির শুরু হয়।
-
এদিন মনের সব সন্দেহ ঘুচিয়ে ফেলতে হয়। এড়িয়ে যেতে হয় সকল বাধা। নিজেদের সম্পর্ককে আরও মজবুত করতে এর থেকে বড় উপহার আর কী হতে পারে।
-
ভালোবাসার সম্পর্ক মজবুত করতে প্রয়োজন একে অপরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা। যে ক্ষেত্রে প্রমিস বা অঙ্গীকার বেশি জরুরি। প্রমিস যে কোনও পরিস্থিতিতে সম্পর্ককে অটুট রাখতে সাহায্য করে।