মালাইকার মতো ঝলমলে ত্বক চান? মাত্র ৫ ধাপেই সম্ভব
তার বয়স যেন ক্যালেন্ডারে থেমে গেছে। বলিউডের গ্ল্যামারজগতে মালাইকা অরোরাকে দেখে একবারও বোঝার উপায় নেই তিনি ৫১ ছুঁয়েছেন। বয়স যতই বাড়ুক, তার ত্বকের দীপ্তি আর ফিটনেসে এক ফোঁটাও ঘাটতি নেই। কী তার রহস্য? ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, না কি দামি প্রসাধনী? আসলে মালাইকা নিজেই দিয়েছেন উত্তর, সবচেয়ে বড় গোপন রহস্য লুকিয়ে আছে তার প্রি-মেকআপ স্কিনকেয়ার রুটিনে। আর এই রুটিন তেমন জটিল নয়, মাত্র পাঁচটি ধাপে গঠিত। নিয়মিত এই যত্ন নিলে ঘরে বসেই পাওয়া যেতে পারে ঝলমলে, প্রাণবন্ত ত্বক। চলুন দেখে নেই কি কি করেন মালাইকা, যার ফলে বয়সও হার মানে তার সৌন্দর্যের সামনে। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
মেকআপের আগে ত্বক প্রস্তুত করাটা তার জন্য শুধু রুটিন নয়, বরং এক অভ্যাস। ত্বক যেন মেকআপের নিচে ক্লান্ত না হয়ে পড়ে, তার জন্যই এই বিশেষ পদ্ধতি। প্রতিটি ধাপে রয়েছে হাইড্রেশন, আরাম এবং সতেজতার স্পর্শ।
-
মালাইকা ত্বকে প্রথমেই হালকা ফেইস অয়েল ব্যবহার করেন। তেলের মাধ্যমে ত্বক পায় প্রাকৃতিক আর্দ্রতা। এরপর জেড রোলার দিয়ে হালকা ম্যাসাজ করে তিনি রক্তসঞ্চালন বাড়ান। এতে ত্বক যেমন প্রাণবন্ত হয়, তেমনি ফেইস অয়েলও ত্বকে গভীরভাবে ঢুকে পড়ে।
-
মাসাজের পরপরই তিনি ব্যবহার করেন গুয়াশা টুল। এটি মুখের অতিরিক্ত ফোলাভাব কমাতে সাহায্য করে এবং ত্বকে উঠে আসে সূক্ষ্ম এক লিফটিং এফেক্ট। এই পাথরের যন্ত্রটির নিয়মিত ব্যবহারে মুখের গঠনও সময়ের সঙ্গে বদলাতে পারে।
-
রাতের ক্লান্তি কিংবা ঘুমের অভাব, চোখের নিচে এর প্রভাব পড়ে সবচেয়ে বেশি। তাই মালাইকা ব্যবহার করেন ঠান্ডা আন্ডার-আই প্যাচ। এটি শুধু আরামই দেয় না, চোখের নিচের ত্বককে সতেজ রাখতেও কার্যকর।
-
অনেকেই মুখের যত্ন নিতে গিয়ে ঘাড়কে ভুলে যান। কিন্তু মালাইকা এক্ষেত্রে সচেতন। মুখের মতোই ঘাড়েও তিনি হালকা ম্যাসাজ করেন, যাতে গ্লোটি সমানভাবে ছড়িয়ে পড়ে।
-
লিপস্টিকের নিচে যাতে ঠোঁট শুকিয়ে না যায়, তাই মালাইকা লিপ বাম ব্যবহার করেন। এতে ঠোঁট হয় মসৃণ এবং হালকা প্লাম্পিংও দেখা যায়। এক কথায়, ঠোঁট হয়ে ওঠে মেকআপ-রেডি।
-
‘সকালে ঘুম থেকে উঠেই মুখ ধুতে হবে’-এই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন মালাইকা। ফেমিনা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাতভর ঘুমের পর ত্বক থাকে সবচেয়ে ভালো অবস্থায় সতেজ ও আর্দ্র। তাই সকালের শুরুতেই মুখ ধোয়ার কোনো প্রয়োজন নেই।’ তার মতে, মুখে কয়েক ফোঁটা গোলাপজল স্প্রে করলেই যথেষ্ট।
-
শুধু বাইরের যত্ন নয়, ভেতর থেকেও নিজেকে গুছিয়ে তোলার পক্ষপাতী মালাইকা। তাই প্রতিদিন সকালবেলা খালি পেটে তিনি খান এক লিটার গরম পানি আর লেবুর রস। এটি শরীর ও ত্বক দুইয়ের জন্যই দারুণ এক ডিটক্স ট্রিক।
-
মালাইকার এই স্কিনকেয়ার রুটিন খুবই সাধারণ, কিন্তু প্রতিনিয়ত চর্চায় আনলে তা হয়ে উঠতে পারে সৌন্দর্যের দারুণ এক অস্ত্র।
-
মেকআপের নিচে ত্বকের এই প্রাকৃতিক প্রস্তুতি হয়তো তার সেই বয়সকে হার মানানো সৌন্দর্যের মূল রহস্য।