ইতিহাস গড়ে নতুন অধ্যায়ের শুরু ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ইতিহাসে নাম লেখালেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
-
২০ জানুয়ারি স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ওয়াশিংটন ডিসির ক্যাপিটল রোটুন্ডায় অনুষ্ঠিত হয় তার শপথগ্রহণ অনুষ্ঠান।
-
১৮৯০-এর দশকের পর এটিই প্রথমবার, যখন একজন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর বিজয়ী হয়ে দ্বিতীয়বার শপথ নিতে এসেছেন। ছবি: বিবিসি
-
যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কো রুবিও। তিনি সর্বসম্মতভাবে ৯৯-০ ভোট পেয়ে এ পদের জন্য নিশ্চিত হয়েছেন।
-
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প অনেকগুলো নির্বাহী আদেশে সই করেন।
-
ওভাল অফিসে গিয়ে প্রথম দিনেই তিনি একের পর নির্বাহী আদেশ জারি করছেন। যা তিনি নির্বাচনী ক্যাম্পেইনেও প্রতিশ্রুতি দিয়েছেন।
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করার প্রক্রিয়া শুরু করা সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করার সময় ডোনাল্ড ট্রাম্প বলনে, ওহ! এটি বড় একটি সিদ্ধান্ত।
-
২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে আটক হওয়া প্রায় এক হাজার পাঁচশ জনকে ক্ষমা করেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
-
আনুষ্ঠানিকভাবে ক্ষমতাগ্রহণের পর প্রথমবারের মতো কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প।
-
ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ভাইস-প্রেসিডেন্ট দম্পতিও।