টেক্সাসের রাস্তায় নৌকা, বন্যায় আটকে হাজারো মানুষ
প্রাকৃতিক দুর্যোগ যেন হঠাৎ করেই থাবা বসিয়েছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে টেক্সাসে। টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। শহরের রাস্তাঘাট, বাড়িঘর সবকিছু তলিয়ে গেছে পানির নিচে। যানবাহন চলাচল একপ্রকার বন্ধ হয়ে গেছে, মানুষের চলাচলের একমাত্র ভরসা এখন নৌকা। উদ্ধার তৎপরতা চলছে জোরেশোরে, তবে পানিবন্দি অবস্থায় আটকে আছেন হাজার হাজার মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন স্কুল, কমিউনিটি সেন্টার কিংবা উঁচু স্থানে। খাবার, বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ সবকিছুর ঘাটতি দেখা দিয়েছে। ভয়াবহ এই পরিস্থিতির কিছু হৃদয়বিদারক দৃশ্য ধরা পড়েছে ক্যামেরার ফ্রেমে। ছবি: ইউএনবি/এপি
-
টেক্সাসের মধ্যাঞ্চলের একজন কাউন্টি কর্মকর্তা শুক্রবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন, সান আন্তোনিও শহরের বাইরে আকস্মিক বন্যায় ২৪ জনের মৃত্যু হয়েছে।
-
কের কাউন্টির শেরিফ ল্যারি লেথিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, এই মুহূর্তে আমি যা নিশ্চিত করতে পারি তা হচ্ছে, আমরা প্রায় ২৪ জনের মৃত্যুর খবর পেয়েছি।
-
ল্যারি লেথিয়া বলেছেন, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই বন্যা পরিস্থিতিকে মারাত্নক বিপর্যয় বলে উল্লেখ করেছেন।
-
এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্প মিস্টিক নামের একটি সামার ক্যাম্পের প্রায় ২৩ থেকে ২৫ জন মেয়ে এখনো নিখোঁজ রয়েছে।
-
টেক্সাস পার্ক রেঞ্জার্স এর আগে জানিয়েছিল যে, তারা নদীর ধারের সামার ক্যাম্পে পৌঁছাতে সক্ষম হয়েছেন এবং সেখানে আটকা পড়া কিছু শিশুকে উদ্ধার শুরু করেছেন। কিন্তু এখনো অনেক মেয়েই নিখোঁজ রয়েছে।
-
টেক্সাসের মেজর জেনারেল থমাস সুয়েলজারের কাছ থেকে উদ্ধার অভিযান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, উদ্ধারকারী সাঁতারুদের সাথে পাঁচটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।
-
৪ জুলাই টেক্সাসের ইনগ্রামে আকস্মিক বন্যার পর পরিবারগুলো একটি পুনর্মিলন কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে আছে।
-
টেক্সাসের কেরভিলে গুয়াডালুপে নদীর উত্তাল ঢেউয়ের কবলে ধ্বংসাবশেষ পড়ে আছে।
-
টেক্সাসের ইনগ্রামে আকস্মিক বন্যার পর প্রাথমিক উদ্ধারকারীরা লোকেদের পুনর্মিলন কেন্দ্রে পৌঁছে দিচ্ছে।