টেক্সাসের রাস্তায় নৌকা, বন্যায় আটকে হাজারো মানুষ

প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৫ জুলাই ২০২৫ আপডেট: ১২:৩৮ পিএম, ০৫ জুলাই ২০২৫

প্রাকৃতিক দুর্যোগ যেন হঠাৎ করেই থাবা বসিয়েছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে টেক্সাসে। টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। শহরের রাস্তাঘাট, বাড়িঘর সবকিছু তলিয়ে গেছে পানির নিচে। যানবাহন চলাচল একপ্রকার বন্ধ হয়ে গেছে, মানুষের চলাচলের একমাত্র ভরসা এখন নৌকা। উদ্ধার তৎপরতা চলছে জোরেশোরে, তবে পানিবন্দি অবস্থায় আটকে আছেন হাজার হাজার মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন স্কুল, কমিউনিটি সেন্টার কিংবা উঁচু স্থানে। খাবার, বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ সবকিছুর ঘাটতি দেখা দিয়েছে। ভয়াবহ এই পরিস্থিতির কিছু হৃদয়বিদারক দৃশ্য ধরা পড়েছে ক্যামেরার ফ্রেমে। ছবি: ইউএনবি/এপি