ট্রুডোসের ঢালে আগুন, আকাশ থেকে ঝরছে জল
ভূমধ্যসাগরের নীল জলরাশি ঘেরা শান্ত দ্বীপ সাইপ্রাস। আর সেখানকার দক্ষিণাঞ্চলে অবস্থিত ট্রুডোস পর্বতমালা যেন প্রকৃতির নৈসর্গিক উপহার। পাহাড়ি বনাঞ্চল, শতবর্ষ পুরোনো পাইন গাছ আর গ্রামবাংলার ছোঁয়া থাকা সৌনি গ্রামের চারপাশে এইসব সবুজেই ঘেরা ছিল। কিন্তু হঠাৎই সবুজের সেই মাধুর্যে নেমে এল আগুনের বিভীষিকা। ছবি: এপি/ইউএনবি
-
গত কয়েক দিনে প্রবল দাবদাহে শুকিয়ে যাওয়া বনের গাছপালা যেন অপেক্ষায় ছিল একটিমাত্র স্ফুলিঙ্গের। আগুন লেগেই গেল। এক গ্রামের আগুন ছড়িয়ে পড়তে লাগল আরেক গ্রামের দিকে। ঝলসে উঠল দক্ষিণ ট্রুডোসের ঢাল। গাছের গুঁড়ি, শুকনো পাতার স্তূপ, এমনকি গ্রামের আশপাশের খামারবাড়ি কিছুই রেহাই পেল না।
-
পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র ট্রুডোস পর্বতমালার দক্ষিণ দিকে ভয়াবহ দাবানলের সময় সাইপ্রাসের সৌনি গ্রামে একটি পুড়ে যাওয়া বনের উপর একটি হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে।
-
পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র ট্রুডোস পর্বতমালার দক্ষিণ দিকে ভয়াবহ দাবানলের সময় সাইপ্রাসের সৌনি গ্রামে একজন দমকলকর্মী তার সহকর্মীদের সাথে আগুন নেভানোর চেষ্টা করছেন।
-
পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র ট্রুডোস পর্বতমালার দক্ষিণ দিকে দাবানলের সময় সাইপ্রাসের সৌনি গ্রামে পুড়ে যাওয়া ঘরবাড়ি দেখা যাচ্ছে।
-
দাবানলের সময় সাইপ্রাসের সৌনি গ্রামে একটি বাড়ির কাছে আগুন জ্বলছে।
-
ভয়াবহ দাবানলের সময় সাইপ্রাসের সৌনি গ্রামে একটি পুড়ে যাওয়া গাড়ি দেখা যাচ্ছে।
-
পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষ।
-
দাবানলের সময় সাইপ্রাসের সৌনি গ্রামের বাসিন্দা আন্তোনিস ক্রিস্টো একটি পুড়ে যাওয়া এলাকার দিকে তাকিয়ে আছেন।
-
পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র ট্রুডোস পর্বতমালার দক্ষিণ দিকে ভয়াবহ দাবানলের সময় সাইপ্রাসের সৌনি গ্রামের একটি পুড়ে যাওয়া এলাকার মধ্য দিয়ে মোবাইল ফোনে কথা বলছেন এক ব্যক্তি।