ট্রুডোসের ঢালে আগুন, আকাশ থেকে ঝরছে জল

প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৪ জুলাই ২০২৫ আপডেট: ০৪:০৯ পিএম, ২৪ জুলাই ২০২৫

ভূমধ্যসাগরের নীল জলরাশি ঘেরা শান্ত দ্বীপ সাইপ্রাস। আর সেখানকার দক্ষিণাঞ্চলে অবস্থিত ট্রুডোস পর্বতমালা যেন প্রকৃতির নৈসর্গিক উপহার। পাহাড়ি বনাঞ্চল, শতবর্ষ পুরোনো পাইন গাছ আর গ্রামবাংলার ছোঁয়া থাকা সৌনি গ্রামের চারপাশে এইসব সবুজেই ঘেরা ছিল। কিন্তু হঠাৎই সবুজের সেই মাধুর্যে নেমে এল আগুনের বিভীষিকা। ছবি: এপি/ইউএনবি