বাংলাদেশ থেকেও দেখা যাবে পারসিয়েডস উল্কাবৃষ্টি

প্রকাশিত: ০১:১১ পিএম, ১৩ আগস্ট ২০২৫ আপডেট: ০১:২৭ পিএম, ১৩ আগস্ট ২০২৫

বছরে মাত্র একবারই দেখা মেলে এক অপূর্ব আকাশ–অলৌকিকতার পারসিয়েডস উল্কাবৃষ্টি। প্রতিবছর আগস্টের মাঝামাঝি সময়ে আকাশ ভরে ওঠে উজ্জ্বল উল্কার ঝলকে। নামের সঙ্গে জড়িয়ে আছে পার্সিয়াস নক্ষত্রমণ্ডলের গল্প, কারণ চোখে মনে হয় ঝরে পড়া প্রতিটি উল্কা যেন ওই নক্ষত্রপুঞ্জ থেকেই ছুটে আসছে। আসলে এগুলো হলো ধূমকেতু সুইফট–টার্টল এর রেখে যাওয়া ধুলিকণার টুকরো, যা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকেই দপ করে জ্বলে ওঠে, আর সৃষ্টি করে এক অনন্য মহাজাগতিক প্রদর্শনী। ছবি: নাসা