বাংলাদেশ থেকেও দেখা যাবে পারসিয়েডস উল্কাবৃষ্টি
বছরে মাত্র একবারই দেখা মেলে এক অপূর্ব আকাশ–অলৌকিকতার পারসিয়েডস উল্কাবৃষ্টি। প্রতিবছর আগস্টের মাঝামাঝি সময়ে আকাশ ভরে ওঠে উজ্জ্বল উল্কার ঝলকে। নামের সঙ্গে জড়িয়ে আছে পার্সিয়াস নক্ষত্রমণ্ডলের গল্প, কারণ চোখে মনে হয় ঝরে পড়া প্রতিটি উল্কা যেন ওই নক্ষত্রপুঞ্জ থেকেই ছুটে আসছে। আসলে এগুলো হলো ধূমকেতু সুইফট–টার্টল এর রেখে যাওয়া ধুলিকণার টুকরো, যা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকেই দপ করে জ্বলে ওঠে, আর সৃষ্টি করে এক অনন্য মহাজাগতিক প্রদর্শনী। ছবি: নাসা
-
এ বছর এই স্বর্গীয় দৃশ্য ধরা দেবে ১২ ও ১৩ আগস্ট রাতে। উত্তর গোলার্ধের যেকোনো প্রান্ত থেকেই তা দেখা যাবে, আর সেই তালিকায় আছে আমাদের বাংলাদেশও। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর এই সময়টিই হবে পারসিয়েডস উল্কাবৃষ্টির সবচেয়ে মনোমুগ্ধকর মুহূর্তের সাক্ষী হওয়ার সেরা সুযোগ।
-
এমন অপার্থিব দৃশ্য ধারণ করতে বহুবার ক্যামেরা তাক করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাদের ওয়েবসাইটে ছড়িয়ে আছে উল্কাবৃষ্টির অসংখ্য শ্বাসরুদ্ধকর মুহূর্ত। এর মধ্য থেকে বেছে নেওয়া কিছু ছবি যেন আপনাকে নিয়ে যাবে তারার বৃষ্টির সেই স্বপ্নিল জগতে যেখানে প্রতিটি ঝলক মনে করিয়ে দেয়, মহাবিশ্বের সৌন্দর্য কতটা নিঃশ্বাস কেড়ে নেওয়ার মতো হতে পারে।
-
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় পারসিয়েডস উল্কাবৃষ্টি।
-
২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পারসিয়েডস উল্কাবৃষ্টি
-
২০২১ সালের ১২ আগস্ট পর্তুগালে পারসিয়েডস উল্কাবৃষ্টি।
-
যুক্তরাজ্যের ওয়াল্টশায়ার কাউন্টিতে অবস্থিত দুনিয়ার এক অমীমাংসিত রহস্যে স্টোনহেঞ্জে ধারণ করা উল্কাবৃষ্টির মুহূর্ত।
-
২০২৪ সালে অরোরা বা মেরুজ্যোতির সঙ্গে জার্মানিতেও দেখা মিলেছে উল্কাবৃষ্টির।
-
২০২২ সালে তিউনিসিয়ায় উল্কাবৃষ্টি।
-
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পারসিয়েডস উল্কাবৃষ্টি।