ছবিতে নেপালের বিক্ষোভ
নেপালের রাস্তাঘাট এখন এক অচেনা রঙে ভরে উঠেছে-উচ্চস্বরে চিৎকার, ব্যানার আর পতাকা হাতে মানুষ তাদের দাবির কথা জানাচ্ছে। ছবির প্রতিটি ফ্রেম যেন জানাচ্ছে, শান্ত পথেই কতটা উত্তেজনা ও প্রতিবাদ জাগতে পারে। এ বিক্ষোভ কেবল সংখ্যার কথা নয়, বরং মানুষের আশা, ক্ষোভ ও সংগ্রামের ছবি, যা ক্যামেরার লেন্সে জীবন্ত হয়ে ওঠেছে। ছবি: এএফপি ও কাঠমান্ডু পোস্ট
-
সরকারের দমননীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে আবারও রাস্তায় নেমেছেন তরুণেরা।
-
কারফিউ জারির পরও মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে নতুন বানেশ্বরসহ রাজধানী কাঠমান্ডুর নানা এলাকায় বিক্ষোভ হয়েছে।
-
কাঠমান্ডুজুড়ে বিক্ষোভ বাড়তে থাকায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
-
গোথাতারসহ বিভিন্ন এলাকায় আগুন দেওয়ার ঘটনার পর বিমান নিরাপত্তার অবনতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে টিআইএ।
-
নেপালে সোশ্যাল মিডিয়ার ওপর সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পযন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
-
নেপাল সরকার দেশজুড়ে বিক্ষোভ-সংঘর্ষে ১৯ জন নিহত হওয়ার পর অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সরকারের এক মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
-
নেপালের রাজধানী কাঠমান্ডু এবং বিভিন্ন জেলায় ৯ সেপ্টেম্বর রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালিয়েছে জেন জি বিক্ষোভকারীরা। এসময় তারা বাড়ি-ঘরে আগুন দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
-
বিক্ষোভ-সংঘাতের জেরে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এর আগে বিক্ষোভকারীরা তার ব্যক্তিগত বাসভবনে অগ্নিসংযোগ করেন।