নরেন্দ্র মোদী: চা-বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রী
ভারতের রাজনীতির ইতিহাসে নরেন্দ্র দামোদরদাস মোদী এক অনন্য নাম। ১৯৫০ সালের এই দিনে গুজরাটের ছোট্ট শহর ভাদনগরে তার জন্ম। সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই মানুষটি একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন-এমন স্বপ্ন হয়তো তার পরিবারের কেউই দেখেননি। কিন্তু নিজের ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর রাজনৈতিক দক্ষতায় তিনি বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত নেতা হয়ে উঠেছেন। ছবি: নরেন্দ্র মোদীর ইনস্টাগ্রাম থেকে
-
নরেন্দ্র মোদীর শৈশব কেটেছে দারিদ্র্যের মধ্যে। তার বাবা দামোদরদাস মুলচন্দ মোদী ছিলেন এক সাধারণ চা বিক্রেতা।
-
ছোটবেলায় বাবাকে সাহায্য করতে তিনিও রেলস্টেশনে চায়ের দোকানে কাজ করতেন। সেখান থেকেই জীবনের কঠোর বাস্তবতা ও সাধারণ মানুষের দুঃখ-কষ্টকে কাছ থেকে দেখার সুযোগ পান। এই অভিজ্ঞতা পরবর্তীতে তার রাজনৈতিক জীবন ও সিদ্ধান্তে বিশেষ প্রভাব ফেলেছে।
-
কৈশোরেই তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সংগঠন (আরএসএস)-এ যুক্ত হন। শৃঙ্খলা, পরিশ্রম আর সংগঠন চালনায় দক্ষতার কারণে ধীরে ধীরে নেতৃত্বগুণে সবার নজরে আসেন।
-
সত্তরের দশকে জরুরি অবস্থার সময় তিনি রাজনৈতিক অঙ্গনে আরও সক্রিয় হয়ে ওঠেন। এরপর ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিয়ে ধীরে ধীরে রাজনীতির মূলস্রোতে প্রবেশ করেন।
-
২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মোদীর রাজনৈতিক উত্থান শুরু হয়।
-
রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। যদিও ২০০২ সালের গুজরাট দাঙ্গা নিয়ে তাকে ব্যাপক সমালোচনা ও বিতর্কের মুখে পড়তে হয়েছিল, তবুও উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তিনি ভোটারদের আস্থা ধরে রাখতে সক্ষম হন।
-
দীর্ঘ সময় গুজরাট শাসন করার পর ২০১৪ সালে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন মোদী।
-
‘আছে দিন আসবে’-এই স্লোগান ও উন্নয়নকেন্দ্রিক ইশতেহার তার প্রচারণায় জনমনে সাড়া জাগায়। অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন তিনি। ভারতের ইতিহাসে বিরলভাবে একক দল হিসেবে বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়।
-
প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী প্রশাসনে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেন। ‘ডিজিটাল ইন্ডিয়া’, ‘মেক ইন ইন্ডিয়া’, ‘স্বচ্ছ ভারত অভিযান’সহ নানা উদ্যোগ দেশজুড়ে আলোচিত হয়। একইসঙ্গে ২০১৬ সালে নোটবন্দি, জম্মু-কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মতো সিদ্ধান্তগুলোও তাকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি করে।
-
মোদী কেবল দেশের ভেতর নয়, আন্তর্জাতিক পরিসরেও নিজেকে শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
-
যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন। জাতিসংঘসহ বৈশ্বিক মঞ্চে ভারতকে নতুনভাবে উপস্থাপন করতে পেরেছেন তিনি।
-
একজন সাধারণ চা-বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রী হওয়া নিঃসন্দেহে এক অনন্য উত্থানের কাহিনি।
-
নরেন্দ্র মোদীর রাজনৈতিক যাত্রা প্রমাণ করে যে, শক্ত মনোবল, পরিশ্রম এবং সংগঠন দক্ষতা মানুষকে কতো উচ্চতায় নিয়ে যেতে পারে।
-
সমর্থক কিংবা সমালোচক-যেই হোন না কেন, মোদীর গল্প যে ইতিহাসে ‘স্বপ্নপূরণের বাস্তব কাহিনি’ হয়ে থাকবে তা অস্বীকার করার উপায় নেই।