প্রকৃতির বৃষ্টি উপহার, নগরজীবনে ভোগান্তির ছাপ
প্রকাশিত: ১২:২০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১২:২০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সকাল থেকেই ঢাকার আকাশ যেন থমকে দাঁড়িয়েছে বৃষ্টির ঝাপটায়। ঝুম বৃষ্টির ধারায় ভিজে গেছে পুরো নগরী। ছবি: মাহবুব আলম
-
অফিসগামী কিংবা জরুরি কাজে বের হওয়া মানুষেরা পড়েছেন চরম ভোগান্তিতে।
-
কাওরানবাজার মোড়ে দেখা গেল রিকশা, বাস আর ব্যক্তিগত গাড়ির লম্বা সারি। পানি জমে যাওয়ায় সড়কের অনেক অংশ দিয়ে চলাচল করাই দায় হয়ে দাঁড়িয়েছে।
-
কেউ ভিজে ছাতা মাথায় হেঁটে যাচ্ছেন, কেউ আবার আশ্রয় নিয়েছেন দোকানের ছাউনিতে।
-
শুধু যানজট নয়, এই আকস্মিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে খেটে খাওয়া মানুষও।
-
নগরবাসী মনে করিয়ে দেন, ঢাকায় প্রতি বছরই বর্ষার শুরুতে এমন দৃশ্য দেখা যায়।
-
তবে বৃষ্টির ভোগান্তির মাঝেও প্রকৃতিপ্রেমীদের চোখে আজকের সকালটা অন্যরকম।
-
ধুলোমলিন শহরটাকে যেন নতুন করে ধুয়ে মুছে দিয়েছে প্রকৃতি।