ছুটে চলা শহর, বৃষ্টিতে থমকে থাকা মন
সকাল থেকেই আকাশে মেঘের চাদর টানানো। সূর্যের আলো ম্লান, বাতাসে ভিজে থাকা গন্ধ। ঢাকায় নেমেছে ঝিরি ঝিরি বৃষ্টি। এই বৃষ্টির ফোঁটাগুলো যেন শহরের প্রতিটি কোণায় আলাদা আলাদা গল্প লিখে যাচ্ছে। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর ব্যস্ত রাস্তায় বৃষ্টির পানিতে ভিজে ধুলো মুছে গেছে। কোথাও ছোট্ট কাদার দাগ, কোথাও বা ছাতার নিচে হাঁটছেন অফিসগামী মানুষ।
-
টিএসসির মোড়ে ভিড় জমেছে চায়ের দোকানে। কাপে কাপে ধোঁয়া ওঠা চা আর আড্ডার উষ্ণতায় মিলেমিশে যাচ্ছে ভেজা সকালের নিস্তব্ধতা। কেউ বসে চায়ের কাপে চুমুক দিচ্ছেন, আবার কেউ দ্রুত পা চালাচ্ছেন, গন্তব্যে পৌঁছানোর তাড়ায় ভিজেই মিশে যাচ্ছেন বৃষ্টির স্রোতে।
-
ঢাকার সকালগুলো অনেক সময়ই ব্যস্ততায়, হর্নের শব্দে আর যানজটে আটকে থাকে। কিন্তু আজকের সকালটা আলাদা।
-
ঝিরি ঝিরি বৃষ্টির ফোঁটা শহরের ব্যস্ত হৃদয়ে এনে দিয়েছে অন্যরকম এক ছোঁয়া।
-
রিকশার টুপটাপ ভিজে যাওয়া ছাউনি, বাসের জানালায় গড়িয়ে পড়া জলের রেখা আর মানুষের ছুটে চলা-সবকিছু মিলে শহরটা যেন হয়ে উঠেছে এক সজল ক্যানভাস।
-
তবুও ভোগান্তি আছে। কেউ ছাতা আনতে ভুলে গেছেন, কেউ হেঁটেই পাড়ি দিচ্ছেন কাদামাখা পথ। অফিসগামী মানুষদের ভিজে পোশাকে অস্বস্তি, আবার অনেকে ভেজা শরীরেই ছুটছেন জীবিকার পথে।
-
এই ভোগান্তির মাঝেও বৃষ্টির আলাদা এক আকর্ষণ আছে। হয়তো এজন্যই টিএসসির বেঞ্চে বসে থাকা দু-একজন এখনো ভেজা চুলে হাসছেন, হাতে ধরা গরম চায়ের কাপে খুঁজে নিচ্ছেন সান্ত্বনা।
-
ঢাকার এই ঝিরি ঝিরি বৃষ্টি শুধু ভেজায় শরীর নয়, ভেজায় মনের ভেতরের জমাট বাঁধা ক্লান্তিও।
-
দিনের শুরুতে হঠাৎ আসা এই বৃষ্টি মনে করিয়ে দেয়, ব্যস্ততার ভিড়েও জীবনে এখনো কবিতা আছে, সৌন্দর্য আছে।
-
আজকের সকালটা তাই শুধু বৃষ্টি নয়, নগরবাসীর জন্য এক টুকরো ভেজা স্মৃতি হয়ে থাকল।