পঞ্চগড়ের আকাশে কুয়াশার খেলা
পঞ্চগড়ে এখনই ভোরের আকাশে দেখা মিলছে ঘন কুয়াশা। মৌসুমী বায়ুর নিষ্ক্রিয়তার ফলে বয়ে যাচ্ছে উত্তরের হিমেল বাতাস। সকালের এই কুয়াশাচ্ছন্ন হিমেল পরিবেশ জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা। দুই-তিন দিন ধরেই এমন পরিবেশ বিরাজ করছে উত্তরে জেলা পঞ্চগড়ে। ছবি: সফিকুল আলম
-
কয়েকদিন ধরে ভোরে জেলার তেঁতুলিয়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা গেছে। সকাল ৭টা পর্যন্ত এসব এলাকার চারপাশ ঢেকে থাকে কুয়াশার আবরণে। তবে সকালের পর থেকে রোদের কারণে দিনে বেশ গরম অনুভূত হয়।
-
শীতের জেলা হিসেবে পরিচিত পঞ্চগড়ে সাধারণত অক্টোবরের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যেই শীতের আমেজ শুরু হয়। আর ডিসেম্বর-জানুয়ারিতে কনকনে শীত অনুভূত হয়। ফেব্রুয়ারির মাঝামাঝিতে কমতে থাকে শীতের প্রকোপ। এবার শীত মৌসুম শুরুর আগেই শরতে মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে হালকা বৃষ্টিপাতে শীতের আমেজ শুরু হয়েছে।
-
বর্তমানে জেলায় দিনে ২৮ থেকে ২৯ এবং রাতে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। রাতে গায়ে হালকা কাঁথা জড়িয়ে ঘুমাতে হচ্ছে স্থানীয়দের। এছাড়া ভোরের ফসলের মাঠ, ঘাস আর গাছগাছালির ওপর জমে থাকা শিশির বিন্দু জানান দেয় শীতের আগমনি বার্তা।
-
পঞ্চগড়ের শীতকালীন আবহাওয়া স্থানীয়দের কাছে বেশ সুপরিচিত। প্রতি বছর শীতের শুরুতেই এ জেলার নদী, খাল-বিল, পথ-ঘাট, ফসলের মাঠ, গ্রামাঞ্চলের কাঁচাপাকা সড়ক কুয়াশাচ্ছন্ন হয়ে এক নতুন রূপ নেয়।
-
গ্রীষ্মকালীন গরমের পর শীতের হাওয়া সবকিছুতে যেন এক প্রশান্তি এনে দেয়। বর্ষা যেতে না যেতেই আগাম শীতের শীতল হাওয়া এখানকার প্রকৃতিকে সতেজ করে তোলে। প্রতি বছরের মতো এবছরও পঞ্চগড়ে আগেভাগেই শীতের আমেজ শুরু হয়েছে।
-
শীতের আগমনি বার্তায় শুরু হয়েছে শীতকালীন সবজিসহ গম, আলু চাষ। শীতের আগমনে এখানে সূর্য ওঠার পরও কুয়াশা এবং মিষ্টি শীতল বাতাস প্রাকৃতিক সৌন্দর্যে এক নতুন মাত্রা যোগ করে।
-
সন্ধ্যায় তাপমাত্রা কমে গিয়ে ঠান্ডা অনুভূতিতে স্থানীয়দের শীতের পোশাক পরার প্রস্তুতি নিতে দেখা গেছে। বিশেষ করে রাতে এবং ভোরের দিকে মোটরসাইকেল চালকরা গরমকাপড় পরতে শুরু করেছেন। জেলা শহরের লেপ-তোশকের দোকানেও ব্যবসায়ীদের নানা রকম প্রস্তুতি নিতে দেখা গেছে।