শরতের বার্তা নিয়ে শহরতলীতে কাশফুলের মেলা

প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ আপডেট: ১১:৩৩ এএম, ২৯ অক্টোবর ২০২৫

প্রকৃতির রঙিন ক্যালেন্ডারে শরৎ যেন এক বিশেষ অধ্যায়। ভরা বর্ষার সবুজ আভা ম্লান হয়ে এলে, ঠিক তখনই বাংলার প্রকৃতি সাজতে শুরু করে এক অনন্য সাজে। সেই সাজের অন্যতম প্রতীক শুভ্র কাশফুল। সাদা মেঘের মতো দুলে ওঠা এই ফুল শুধু নয়নসুখ নয়, বরং মনে আনে এক প্রশান্তি, এক অনাবিল আনন্দ। ছবি: মাহবুব আলম