ঝিরিঝিরি বৃষ্টিতে ছুটির ঢাকায় শান্তির আমেজ
সকাল থেকে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। এই বৃষ্টি যেন শহরের কোলাহলমুখর দিনকে করেছে কিছুটা শান্ত, কিছুটা ধীরগতি। ঢাকার আকাশের নরম স্নিগ্ধতা অনেককেই ঘরে বসে এক কাপ চায়ের সঙ্গে ছুটির সকালটা উপভোগ করতে আহ্বান জানাচ্ছে। ছবি: মাহবুব আলম
-
আজ পূজার ছুটি থাকায় রাজধানীর কর্মচাঞ্চল্যতা অন্য দিনের তুলনায় অনেকটাই কম।
-
যেখানে সাধারণ দিনে সকাল থেকেই রাস্তায় গাড়ির হর্ন, মানুষের দৌড়ঝাঁপ আর অফিসগামীদের ব্যস্ত পদচারণায় ঢাকা হয়ে যায়, সেখানে আজকের ঢাকার রূপ ভিন্ন। অনেকটা নীরব, ফাঁকা আর আরামদায়ক।
-
রাস্তায় যানবাহন কম, পথচারীর সংখ্যাও হাতে গুনা।
-
যানজটের চাপে হাঁপিয়ে ওঠা ঢাকাবাসী আজ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
-
বৃষ্টির টুপটাপ শব্দ, ভিজে মাটি আর ঠান্ডা বাতাস মিলিয়ে শহরটা যেন নতুন রূপে সেজেছে।
-
ব্যস্ত নগরী ঢাকা আজ পরিণত হয়েছে এক শান্ত শহরে।
-
ঢাকার ফাঁকা রাস্তায় ছাতা হাতে হেঁটে যাওয়া মানুষেরা উপভোগ করছেন এই স্নিগ্ধ আবহাওয়া। অনেক পরিবার ছুটি আর বৃষ্টিকে একসঙ্গে মিলিয়ে বাড়িতে কাটাচ্ছেন আরামঘেরা সময়। কেউ বই হাতে বৃষ্টির শব্দে হারিয়ে যাচ্ছেন, কেউ আবার জানালার পাশে দাঁড়িয়ে শহরের অন্য রকম নীরবতা অনুভব করছেন।
-
শহরের প্রতিদিনের ক্লান্তি ও যান্ত্রিকতার ভিড়ে এমন দিন খুব একটা আসে না। তাই আজকের ঢাকার এই শান্ত সকাল অনেকের কাছেই হয়ে উঠেছে এক অনন্য অভিজ্ঞতা। ঝিরিঝিরি বৃষ্টি, ছুটির নীরবতা আর স্বস্তির আবহ মিলিয়ে রাজধানী যেন আজ নতুন করে নিঃশ্বাস নিচ্ছে।